তানোরে পার্চিং উৎসব অনুষ্ঠিত
তানোর (রাজশাহী) থেকে মিজানুর রহমান
‘ফসল চাষে পরিবেশসম্মত উপকরণ ব্যবহার করি পরিবেশ ও মাটি ভালো রাখি’ এই প্রতিপাদ্যে রাজশাহীর তানোরে পার্চিং উৎসব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শেষ বিকেলে উপজেলার বহড়া এলাকায় স্থানীয় কৃষক সংঘ ও বেসরকারি গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক এ সভা আয়োজন করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সামিমুল ইসলাম। বারসিক সহযোগী কর্মসূচি কর্মকর্তা অমৃত কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সস্প্রসারণ কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলতাব হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ডিএফএম এমদাদুল ইসলাম, জাতীয় পরিবেশ পদক প্রাপ্ত কৃষক ইউসুফ আলী মোল্লা, তানোর রিপোর্টার্স ক্লাবের সভাপতি অসীম কুমার সরকার, কেঁচো সার উৎপাদনকারী ও সফল সবজি চাষী আব্দুল হামিদ, বারসিক বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি শহিদুল ইসলাম প্রমুখ।
এ সময় শতাধিক কৃষকদের মাঝে পার্চিং ‘টি’ স্টাইলের ২টি করে কুঠি এবং ১ কেজি করে কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট বিনামূল্যে বিতরণ করা হয়।