বাঁচতে হলে সচেতন হতে হবে
রাজশাহী থেকে রিনা টুডু
আমাদের সবাইকে বাঁচতে হবে আর তার জন্য জানতেও হবে। জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের দেশে নানা সঙ্কট দেখা দিয়েছে। এ সঙ্কটের কারণে আমাদেরকে নানা ঝুঁকি মোকাবেলা করতে হচ্ছে। এর মধ্যে তীব্র তাপদাহ অন্যতম।
তীব্র তাপদাহের ফলে জনজীবনে দুর্ভোগ পোহাতে হচ্ছে। নানান ধরনের অসুখ বিসুখে পড়তে হচ্ছে, সেই থেকে মুক্তি কেউ কেউ ডাক্তারে কাছে গিয়ে পরামর্শ পেয়ে সুস্থ হচ্ছেন, আবার কেউ কেউ তা সামান্য বলে এড়িয়ে যাচ্ছেন। এই তাপদাহ থেকে যাতে মানুষ সচেতন হয় সেই লক্ষে মাহালি পাড়া গ্রামে প্রায় ৫০ গ্রামের নারী, কিশোরী, শিশু ও প্রবীণদের নিয়ে স্বাস্থ্য কর্মীকে নিয়ে স্বাস্থ্য সচেতন বিষয় নিয়ে আলোচনা সভা আয়োজন করে বারসিক।
গতকাল অনুষ্ঠিত সভায় কিশোরিদের প্রজনন স্বাস্থ্য ও তীব্র তাপদাহ থেকে নিজেকে সুরক্ষা করার বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রজনন স্বাস্থ্য নিয়ে কিশোরীরা নানান সমস্যায় পড়লেও লোকলজ্জার কারণে প্রকাশ করে না। ফলে তাদের সমস্যা আরও তীব্র হয়। আলোচনায় বলা হয় লজ্জা নয়; বাঁচতে হলে জানতে হবে। প্রজনন স্বাস্থ্য নিয়ে অভিভাবকদের সাথে সহভাগিতা করতে হবে। অন্যদিকে তীব্র তাপদাহের ফলে নারী ও শিশুদের যে শারীরিক সমস্যা হয়ে তা নিয়ে আলোচনা করা হয়। তীব্র তাপদাহের কারণে শিশুদের শরীরে বিভিন্ন ধরনের ঘা, পাঁচড়া হচ্ছে। সেগুলো থেকে তারা কিভাবে সচেতন থাকবে সেই বিষয় সচেতন হওয়ার পরামর্শ দেন স্বাস্থ্যকর্মীরা । তারা বলেন, ময়লা পানি ব্যবহারের ফলে নারীরা অনেক শারীরিক সমস্যায় পড়েন। তাই ময়লা পানি ব্যবহার থেকে বিরত থাকতে হবে। তীব্র তাপদাহের সময় খুব বেশি প্রয়োজন না হলে বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দেন স্বাস্থ্যকর্মীরা। এছাড়া স্বাস্থ্য কর্মীরা সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।