প্রাচীন ঐতিহ্যকে আমরা ভুলতে বসেছি

শ্যামনগর, সাতক্ষীরা থেকে চম্পা মল্লিক

শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধূমঘাট তেরকাটির চক গ্রামে বাংলা ১৪৩১ পহেলা বৈশাখ উপলক্ষে ধূমঘাট শাপলা নারী উন্নয়ন সংগঠনের আয়োজনে ও বারসিকের সহযোগিতায় একটি গ্রাম্য মেলা অনুষ্ঠিত হয়েছে গত ১৪ এপ্রিল।

উক্ত মেলায় তারা গ্রাম বাংলার ঐতিহ্য ও লোকজ সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করেছিলেন অংশগ্রহণকারীরা। মঙ্গল শোভাযাত্রা,  দড়িখেলা, নাচ, চেয়ার সিটিং, হাঁড়িভাঙ্গা, বালিশ ছোড়া, পান্তা ভাত আয়োজন, ফুটবল খেলাসহ বিভিন্ন খেলার আয়োজন করে এদিনটি উদযাপন করা হয়।

মেলাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা মো: নাজমুল হুদা। এছাড়া  আরও উপস্থিত ছিলেন বারসিক কর্মকর্তা মননজয় মন্ডল, বাবলু যোয়ারদার,ও চম্পা মল্লিকসহ স্থানীয় জনগোষ্ঠীরা।

মেলা সম্পর্কে কৃষি কর্মকর্তা বলেন, ‘আজকের এই আধুনিক যুগে এসে প্রাচীন ঐতিহ্যকে আমরা ভুলতে বসেছি। নতুন প্রজন্মরা ও ভুলে যাচ্ছে সবকিছু। এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি খুবই খুশি হয়েছি।‘ তিনি আয়োজক সহ সকলকে অনেক ধন্যবাদ জানান সেই সাথে প্রতিবছর যেন এটা চলমান থাকে এই প্রত্যাশা করেন। 

happy wheels 2

Comments