সাম্প্রতিক পোস্ট

পহেলা বৈশাখে সম্প্রীতি বজায় থাকুক

মানিকগঞ্জ সিংগাইর থেকে রিনা আক্তার
‘‘নারীবান্ধব সমাজ গড়ি, বাঙালি সংস্কৃতি সুরক্ষা করি’’-এই স্লোগানকে সামনে রেখে ১৪ এপ্রিল ২০২৪ বাংলা ১লা বৈশাখ ১৪৩১ সন সংস্থা বারসিক ও সিংগাইর উপজেলার বিনোদপুর ্ঋষিপাড়ায় কনকলতা কিশোরী ক্লাবের এর যৌথ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে নারী-পুরুষ, কিশোর-কিশোরী, যুব ও প্রবীণদের সাথে গ্রামীণ খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বৈশাখের এই আনন্দ নিয়ে কনকলতা কিশোরী ক্লাবের সভাপতি অন্যন্যা রানী দাসের সভাপতিত্বে ও বারসিক কর্মকর্তা রিনা আক্তারের সঞ্চালনায় কর্মসূচির ধারণাপত্র পাঠ করেন ক্লাবের সদস্য সুমি আক্তার। আলোচনায় আরও অংশগ্রহণ করেন বিনোদপুর ঋষিপাড়া নারী উন্নয়ন সমিতির সভাপতি ঝর্ণা রানী দাস, সাধারণ সম্পাদক সুবর্ণা রানী দাস, পুষ্পিতা রানী দাস, সোনালী রানী দাস, যুব প্রদীপ দাস, কৃষক সমরেশ দাস, বারসিক কর্মকর্তা মো: নজরুল ইসলাম প্রমুখ।


আলোচনায় বক্তারা বলেন, ‘প্রতিবছর অনেকগুলো বার্তা নিয়ে প্রতিবছর বৈশাখ আমাদের ঘরে হাজির হয়। সকলেই লাল-পেড়ে সাদা শাড়ি, পান্তা-ইলিশ খাওয়ার মধ্য দিয়ে বৈশাখকে স্বাগত জানায়। গ্রামের কৃষক-কৃষাণীরা প্রকৃতির অপরূপ চিত্র ও আগমনী দেখে ভালো-মন্দ বুঝতে পারেন এবং সময়োপযোগী ফসল উৎপাদনসহ প্রকৃতি নির্ভর টেকসই কৃষি উন্নয়নে কর্মপন্থা ঠিক করেন। কিন্ত ঋতু পরিবর্তনের এই চক্র এখন আর ঠিক মতো হয় কোথায়? জলবায়ু পরিবর্তনের কারণে সবকিছু এলোমেলো হচ্ছে।’


বক্তারা আরো বলেন, ‘নতুন রঙে, নতুন গানে আয়োজনের মিলনমেলায় পরিপূর্ণ হয়ে উঠে বাংলার পথ-ঘাট। সকল অঞ্চলেই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে এক চাদরের তলে বৈশাখী অনুষ্ঠানমালার মিলনমেলায় শামিল হয়। তখন তারা সবকিছু ভুলে একটি কথায় মনে রাখে আর সেটি হলো আমরা সবাই মানুষ।’

happy wheels 2

Comments