সাম্প্রতিক পোস্ট

সংঘাত নয় সম্প্রতি

মানিকগঞ্জ থেকে মো. নজরুল ইসলাম
‘সংঘাত নয় সম্প্রতি’ এই প্রতিপাদ্যের আলোকে সারাদেশের বিভিন্ন স্থানে সরকারি ও বেসরকারিভাবে পালিত হলো আজ বিশ^ অহিংস দিবস। তারই ধারাবাহিকতায় এই দিবস উপলক্ষে গতকাল মানিকগঞ্জে সম্প্রীতির বন্ধন অনুষ্ঠিত হয়েছে।


সম্প্রতির বন্ধনে পেভ এর জেলা সমন্বয়কারি ও সমাজকর্মী ইকবাল হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘিওর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুদ্ধকালীন ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি, আরো বক্তব্য রাখেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজকর্মী এ্যাড.দিপক কুমার ঘোষ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর জেলা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন কচি, শিক্ষক সমিতির জেলা সাধারণ সম্পাদক কমরেড মজিবুর রহমান মাস্টার, বিকশিত নারী নেটওয়ার্কের জেলা সাধারণ সম্পাদক বিলকিস রেজা পরাগ, রাজনৈতিক ব্যক্তিত্ব এ্যাড. রফিকুল ইসলাম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা সভাপতি ডা. পংকজ মজুমদার, বারসিক প্রোগ্রাম অফিসার মো.নজরুল ইসলাম, প্রগতি লেখক সংঘ জেলা শাখার কোষাধাক্ষ তাপস কর্মকার, উন্নয়ন কর্মী আব্দুস সালাম প্রমুখ।


আলোচনায় বক্তারা বলেন, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অবিংসবাদী নেতা মোহন দাস করমচঁদ মাহাত্মা গান্ধীর জন্মদিনকে কেন্দ্র করে আজকে সারা দুনিয়াতে অহিংস দিবস পালিত হচ্ছে। সমাজে আজ চারিদিকে সহিংসতা রেড়েই চলেছে। হত্যা, ধর্ষণ, রাহাজানি, গুম, খুন, ঘরে বাইরে নারী নির্যাতন, যৌন হয়রানির মত সামাজিক সহিংসতা বেড়েই চলেছে। এসব সহিংসতা বন্ধ করার সময় এখন।’


তারা আরও বলেন, ‘সামাজিক ও প্রাকৃতিক সহিংসতা প্রতিরোধে সরকারকে আরো কঠোর হতে হবে এবং নাগরিক হিসেবে আমাদের দায় ও দায়িত্ব পালন করতে হবে। সকল জাতি, ধর্ম, বর্ণ একসাথে সহঅবস্থান করতে প্রগতিশীল সংগঠনের পতাকাতলে থেকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তবেই আমরা একটি নারীবান্ধব বহুত্ববাদি সাংস্কৃতিক সমাজ বিনির্মাণ করতে পারব।’

happy wheels 2

Comments