মানিকগঞ্জে ইয়ুথ গ্রীন ক্লাবের সাংগঠনিক কমিটি গঠিত
মো. নজরুল ইসলাম :মানিকগঞ্জ
“বহুত্ববাদী সমাজ গড়ি,নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিশ্চিত করি” এই স্লোগান নিয়ে গতকাল মানিকগঞ্জে সিংগাইর অঞ্চলে বারসিক বায়রা রিসোর্স সেন্টার মিলনায়তনে ইয়ুথ গ্রীণ ক্লাবের আয়োজনে প্রাকৃতিক ও সামাজিক সহিংসতা প্রতিরোধসহ দায়বদ্ধতা বৃদ্ধিতে যুব সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় যুবনেত্রী লিজা আক্তারের সভাপতিত্বে ও বারসিক সহযোগী কর্মসূচি কর্মকর্তা আছিয়া আক্তার এর সঞ্চালনায় সাংগঠনিক লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য দেন ইয়ুথ গ্রীণ ক্লাবের জেলা সহসভাপতি যুব নেতা মিজানুর রহমান হৃদয়। প্রাকৃতিক ও সামাজিক সহিংসতা প্রতিরোধসহ সামাজিক দায়বদ্ধতা নিয়ে কথা বলেন বারসিক প্রকল্প কর্মকর্তা মো.নজরুল ইসলাম।
অংশগ্রহণকারি যুবরা সামাজিক দায়বদ্ধতা থেকে সেচ্ছাসেবী হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে। সভা শেষে সকলের আগ্রহে ইয়ুথ গ্রীণ ক্লাব বায়রা ইউনিয়ন শাখার সাংগঠনিক কমিটি গঠন করা হয়। বাপ্পী হোসেন আহবায়ক, সাব্বির হোসেন যুগ্ম আহবায়ক ও স্বপ্না আক্তার সদস্য সচিব, রবিন,বাধন,ইয়াসিন ও জীমকে কার্যকরী সদস্য করে সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।