‘বই কিনুন বই পড়ুন, জ্ঞানভিত্তিক সমাজ গড়ুন’

মো. মনিরুজ্জামান ফারুক, ভাঙ্গুড়া(পাবনা)।

‘বই কিনুন বই পড়ুন, জ্ঞানভিত্তিক সমাজ গড়ুন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়া সচেতন সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ কর্তৃক আয়োজিত আট দিনব্যাপি ২৬ তম বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়েছে।

Photo Bhangoora Pabna -04- 03-2019 Barciknews-1.

গত রোববার (৩ মার্চ) সকালে ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত মেলার শুভ উদ্বোধন করেন ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল।

সচেতন সাহিত্য পরিষদের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, সরকারি হাজী জামাল উদ্দীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. শহিদুজ্জামান তরুণ, সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন ছবি, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র ইঞ্জিনিয়ার আব্দুর রহমান প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী খাঁন।

Photo Bhangoora Pabna -04- 03-2019 Barciknews-2

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন তছলিম আলী মন্ডল। এর আগে একটি র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এবারের মেলায় ৩০টি বুক স্টল রয়েছে বলে জানা গেছে।

happy wheels 2

Comments