সাম্প্রতিক পোস্ট

বিউটি তার কাজ দিয়ে পরিচিতি পেতে চায়

বিউটি তার কাজ দিয়ে পরিচিতি পেতে চায়

রাজশাহী থেকে তহুরা খাতুন লিলি

রাজশাহীর নামোভদ্রা বস্তিতে বিউটি নামের কিশোরী হাতের কাজ করা শুরু করে তার নিজ জামার মধ্য দিয়ে। সে ভবিষ্যতে হাতের কাজ দিয়ে পরিচিতি পেতে চায়।
বিউটি জানায়, বিলনেপাল পাড়ার অভিজ্ঞতা বিনিময় থেকেই সেলাইটা শিখেছে এবং সেখান থেকেই হাতের কাজ নিয়ে অনেক কিছুই করা যায় সেটার অনুপ্রেরণা পেয়েছে। বারসিক সেই অভিজ্ঞতা বিনিময় সফরটি আয়োজন করে।


বিউটি চতুর্থ শ্রেণীর ছাত্রী। লকডাউনে তার স্কুল বন্ধ। সে অন্যদের মতো সময় নষ্ট না করে সেলাই করে। বিউটি তার বড় বোনকেও হাতের কাজ শিখেছে। তার বড় বোনও হাতের কাজ করা শুরু করছে বলে সে জানায়।


উল্লেখ্য যে, গত ২৩ ডিসেম্বর ২০১৯ রাজশাহীর বিলনেপাল পাড়া নারী উন্নয়ন সংগঠনের সাথে বারসিক’র আয়োজনে শহর প্রান্তিক নারীদের নিরাপদ কর্মসংস্থান সৃষ্টিতে হাতের কাজ, সুঁই-সুতার কাজের অভিজ্ঞতা বিনিময় হয়।

happy wheels 2

Comments