সাম্প্রতিক পোস্ট

পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছ রোপণ করতে হবে

গাজী মা‌হিদা মিজান, সাতক্ষীরা থে‌কে

সাতক্ষীরায় বিশ্ব প‌রি‌বেশ দিবস‌ উপল‌ক্ষে পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধকরণের জন্য গাছের চারা বিতরণ করা হয়েছে।

গত বৃহস্প‌তিবার (৬ জুন) সকালে বিশ্ব পরি‌বেশ দিবস উপলক্ষে বেসরকারি সংস্থা বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের আয়োজনে সাতক্ষীরা পৌরসভার ৬ নং ওয়া‌র্ডের ইসলামপুর ১ ও ২ নং ক‌লোনীর নারী‌-পুরু‌ষের  মাঝে এসব গাছের চারা বিতরণ করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলাকার মানু‌ষের মাঝে আম গাছের চারা বিতরণ সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মারুফ আহ‌ম্মেদ।


এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হলে গাছ লাগানোর বিকল্প নেই। এজন্য আমাদের প্রত্যেককেই বেশি করে গাছ লাগাতে হবে এবং তার পরিচর্যা করতে হবে।


এসময় আরও উপস্থিত ছিলেন বারসিক কর্মকর্তা গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য পরশ মনি, তামান্না পারভীন, ফ‌রিদ, আসিফ প্রমুখ।

happy wheels 2

Comments