খরায় পতিত হচ্ছে কৃষিজমি, সবাই মিলে আওয়াজ তুলি
রাজশাহী থেকে অমৃত সরকার
রাজশাহীতে মাত্রতিরিক্ত খরার কারণে মরুময়তা রোধে কৃষকবন্ধন পালিত হয়েছে সম্প্রতি। রাজশাহীর তানোর উপজেলার ১৫টি কৃষক সংগঠন, ৫টি যুব সংগঠন ও বাংলাদেশ রির্সোস সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) যৌথ এ কৃষক বন্ধনর আয়োজন করে।
খরার কারণে ফসল চাষ করতে না পারায় উক্ত কৃষকবন্ধনে অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীরা ‘আমরা মরুময়তা চাই না, আমার জমি পতিত কেন, ফসল চাষে পানি চাই, খরায় পতিত হচ্ছে কৃষি জমি, সবাই মিলে আওয়াজ তুলি, আমরাই পারি গড়তে সবুজ পৃথিবী, মরুময়তা রোধে কৃষি জমি সুরক্ষা চাই, মরুময়তা রোধ করি গোলা ভরে ফসল তুলি, জাতীয় বাজেটে খরার জন্য বিশেষ বরাদ্দ চাই’ লেখা প্ল্যাকার্ড প্রর্দশন করে দাবি উপস্থাপন করেন।
উক্ত কৃষকবন্ধনে ঝিনাপাড়া কৃষক ঐক্যর সভাপতি মোঃ মাহাবুর রহমান (৪৮) বলেন, “আমাদের জমিতে আমরা বছরে কোনরকম আমন ধান চাষ করতে পারি বাকি সময় জমি পতিত থাকে। এটা আমাদের মতো কৃষকদের জন্য অনেক বড় সমস্যা।’ ঝিনাপড়া গ্রামের কৃষানী মোসা: ঝণা বেগম (৪০) বলেন, “আমাদের এলাকায় পানির অভাব এতটাই যে আমাদের দূর থেকে পানি নিয়ে এসে খাওয়ার কাজে ব্যবহার করতে হয়। পানির অভাবে পতিত থাকা জমিতে ঘাসও হয় না যে আমাদের গবাদী পশুকে খাওয়াবো।’
অন্যদিকে তানোরের দুবইল কৃষক সংগঠনের সভাপতি মো: জায়দুর রহমান (৫৫) কৃষকবন্ধনে সংহতি জানিয়ে বলেন, “খরায় জমি পতিত পরে থাকা সমস্যাটি এখন আর এই বাধাইর ইউনিয়নের কৃষকদের সমস্যা নেই। এটা এখন জাতীয় সমস্যা। আমরা চাই জাতীয় বাজেটে যেন খরার জন্য বিশেষ বরাদ্দ আসে, যা দিয়ে কৃষকরা খরা মোকাবেলা করে সারাবছর ফসল ফলাতে পারেন।’ তানোর উপজেলা জনসংগঠনের সভাপতি, স্ব-শিক্ষিত কৃষিবিজ্ঞানী ও জাতীয় কৃষিপদক প্রাপ্ত কৃষক নূর মোহাম্মদ(৬৫) সংহতি জানিয়ে বলেন, “এই এলাকায় খরা এত বেশি যে আমনের পর মাঠের পর মাঠ জমি পতিত থাকে। আমি চেষ্টা করছি আমার উদ্ভাবিত খরাসহনশীল ধান জাতের পরীক্ষামূলক চাষ করার মাধ্যমে পতিত জমিগুলো ফসল চাষের আওতায় আনার।’
বারসিকর কর্মসূচি কর্মকর্তা অমৃত সরকার বলেন, “আমরা খরাসহনশীল মুগকালাই, চীনা ও নানা জাতের মসলা ফসল চাষের মাধ্যমে পতিত জমিগুলো চাষের আওতায় আনার চেষ্টা অব্যাহত রেখেছি।’
কৃষকদের আয়োজিত মরুময়তা রোধে কৃষকবন্ধন অনুষ্ঠানে তানোর উপজেলার ৭টি গ্রামের শতাধিক কৃষক-কৃষাণী বিকেল-৩টা থেকে –বিকেল ৫টা পর্যন্ত ঝিনাপাড়া গ্রামের কাশেডাং মাঠে দাবি উপস্থাপন করেন।