সাম্প্রতিক পোস্ট

বরেন্দ্র’র প্রাকৃতিক জলাধার সুরক্ষা ও পানিবণ্টন বৈষম্য রোধের দাবিতে সাইকেলবন্ধন অনুষ্ঠিত

বরেন্দ্র অঞ্চল থেকে মো. শহিদুল ইসলাম
রাজশাহী মহানগরীর আলুপ্িট্র কুমার পাড়ায় সম্প্রতি খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলের ভূ-গর্ভস্থ্য পানির উপর চাপ কমিয়ে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধির ব্যবস্থাপনা নীতির কার্যকর প্রয়োগ এবং প্রাকৃতিক জলাধারগুলো সুরক্ষাসহ পানিবণ্টন বৈষম্য রোধের দাবিতে এক সাইকেলবন্ধন অনুৃষ্ঠিত হয়েছে।


রাজশাহীর তরুণ সাইক্লিস্ট দল জিরো পয়েন্ট সিক্স জিআরজেডের তরুণ সাইক্লিস্টরা এতে অংশগ্রহণ করেন। তরুণ সংগঠন জিরো পয়েন্ট সিক্স জিআরজেড এবং উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক’র যৌথ আয়োজনে উক্ত সাইকেলবন্ধনটির আগে তরুণরা রাজশাহী মহানগরির প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। বিভিন্ন স্লোগান খচিত ব্যানার ফেস্টুনের মাধ্যমে পানির অপচয়রোধ, পানিবণ্টন বৈষম্যরোধ এবং বরেন্দ্র অঞ্চলের খরা মোকাবেলায় জনগোষ্ঠীর মতামতকে প্রাধান্য দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করার দাবি জানানো হয়।


উক্ত সাইকেলবন্ধনটিতে বক্তব্য রাখেন জিরো পয়েন্ট সিক্স জিআরজেড এর সভাপতি জুবায়ের হোসেন, সাইকেল ইউং ব্যবস্থাপনা প্রধান আমির হোসেন উল্লাস, সাইক্লিস্ট প্রধান মাসুম বিল্লাহ, উপ সাইক্লিস্ট প্রধান মো. রাফি এবং বারসিক বরেন্দ্র অঞ্চল সমন্বয়কারী শহিদুল ইসলাম।


বারসিক বরেন্দ্র অঞ্চল সমন্বয়কারি শহিদুল ইসলাম বলেন, ‘খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলে দিনে দিনে পানির সংকট বেড়েই চলেছে, পানি কেন্দ্রিক সহসাংস্কৃতি দিকগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, একইসন সাথে পানিবন্ঠন বৈষম্যমূলক হবার কারণে এখানে পানি এবং খরাকে কেন্দ্রকে সামাজিক সহিংসতা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। পানিবণ্টন বৈষম্য দূর না করলে এই অঞ্চলে সামাজিক সহিংসতা আরো বৃদ্ধি পাবার সম্ভাবনা আছে।’


উল্লেখ্য যে, সম্প্রতি বরেন্দ্র অঞ্চলের গোদাগাড়ি উপজেলায় পানি বণ্টনকে কেন্দ্র দুজন প্রান্তিক আদিবাসি কৃষক আত্মহ্যতা করেন। এ ছাড়াও বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন গ্রামে কৃষিজমির সেচের পানিসহ পানীয় জলের বণ্টন নিয়ে নানা ধরনের সামাজিক সহিংসতার ঘটনা ঘটছে প্রায়ই। পানিবন্টনসহ খরা প্রবণ বরেন্দ্র অঞ্চলের পানি ব্যবস্থাপনা স্থানীয় মানুষের মতামতগুলোকে গুরুত্ব দিয়ে এগিয়ে নিলে সেটি সবার উপকারে আসবে। একইসাথে সকলের জন্য সমভাবে পানি অধিকার প্রতিষ্ঠিত হবে।

happy wheels 2

Comments