সাম্প্রতিক পোস্ট

শ্যামনগরে স্থানীয় জাতের মাছ সংরক্ষণ করায় কৃষক সংগঠনকে সন্মাননা প্রদান

শ্যামনগর, সাতক্ষীরা থেকে গাজী আল ইমরান

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে স্থানীয় মাছ সংরক্ষণে ভূমিকা রাখায় এক কৃষক সংগঠনকে সম্মাননা প্রদান করেছেন শ্যামনগর উপজেলা প্রশাসন। ক্রমবর্ধমান খাদ্য চাহিদা পূরণে বাণিজ্যিক মাছ চাষ বৃদ্ধি এবং খাল বিল থেকে নির্বিচারে দেশী ডিমওয়ালা মাছ ধরার ফলে বর্তমান সময়ে দেশী প্রজাতীর মাছ দুষ্প্রাপ্য হয়ে যাচ্ছে। কিছুদিন পর হয়তো দেশী মাছের গল্প শুনতে হবে বাস্তবে দেখা পাওয়া যাবে না। অতীতে শুষ্ক মৌসুমে এলাকার খাল, বিলের মাঝে ডোবায় অথবা বিলের পাশের পুকুরে কিছুটা হলেও পানি থাকতো, যেখানে দেশী প্রজাতির মা-মাছ টিকে থাকতো। এভাবে পরবর্তী বর্ষা মৌসুমে বংশবৃদ্ধির সুযোগ পেতো তারা। বর্তমানে জলবায়ু পরিবর্তনসহ মানুষের বিভিন্ন উদ্যোগের ফলে শুষ্ক মৌসুমে দেশী প্রজাতীর মাছের টিকে থাকার আশ্রয়স্থল অবশিষ্ট আর নেই বললেই চলে এমনটাই ভাবনা স্থানীয় কৃষকদের।

20180728_105046

এমন পরিস্থিতিতে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামের কৃষক সংগঠনের দেশী জাতের মাছ সংরক্ষণের ব্যতিক্রমী উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। কৃষক সংগঠনটি স্থানীয় মাছ সংরক্ষণে ব্যাপক ভূমিকা রাখায় শনিবার শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহ কমিটির আয়োজনে আয়োজিত মৎস্য সপ্তাহ ২০১৮ উদযাপন, মূল্যায়ন, পুরস্কার বিতরণ, সমাপনী অনুষ্ঠানে সম্মাননা প্রদান করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান।

43

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফারুক হোসাইন সাগর। এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম মহসিন উল মুলক, বারসিক কর্মকর্তা গাজী আল ইমরান, মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক আলি আশরাফ সহ আরো অনেকে।

happy wheels 2

Comments