শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও মেধা বিকাশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে

সিঙ্গাইর মানিকগঞ্জ থেকে শাহীনুর রহমান

বারসিক’র উদ্যোগ সম্প্রতি সিংগাইর উপজেল্রা বলধারা ইউনিয়নের নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যলয়, হুমায়ূন স্মৃতি কিন্টার গার্টেন, শাহাজাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯০০ জন শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক ভিডিও চিত্র প্রদর্শন করা হয়েছে। ভিডিও চিত্র প্রদর্শনের বিষয় ছিল নিরাপদ খাদ্য।

IMG_20190207_121249
ভিডিও চিত্র প্রদর্শনী শেষে নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক বাসুদেব রায়, হুমায়ূন স্মৃতি কিন্টার গার্টেনের প্রধান শিক্ষক কোহিনুর বেগম এবং শাহাজাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওয়াজেদ আলী শিক্ষার্থীদের নিকট নিরাপদ খাদ্যের উৎস তুলে ধরে আলোচনা করেন।

নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদের রায় তার বক্তেব্য বলেন, ‘আমাদের গ্রাম গঞ্জের রাস্তা ঘাটে আখের রস, তালের রস, লেবুর সরবত অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে আর স্কুলে টিফিন বা ছুটির পর শিশুরা সেখানে ভিড় করছে। তাছাড়া বাহারী মোড়কের আইসক্রিম, কোমল পানীয়, প্রিজারবেটিভ যুক্ত জুস বিভিন্ন খাবার খেয়ে থেকে যা মানব স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। তাই এসব খাবার সম্পর্কে নিজেদের সচেতন থাকতে হবে এবং অভিভাভকদের সচেতন করতে হবে।’

IMG_20190206_125801
কোহিনুর বেগম বলেন, ‘যে খাবার আমাদের জীবন বাঁচায় সে খাবার হতে হবে নিরাপদ। নিরপদ খাবারের অভাবে ডায়রিয়া, আমাশয়, টিউমার, লিভার, কিডনি, ফুসফস ম্যালেরিয়া ইত্যাদি রোগ বৃদ্ধি পাচ্ছে এবং অনিরাপদ খাদ্য শিশুদের স্বাস্থ্য ও মেধা বিকাশে বাধাগ্রস্ত করছে। তাই শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও মেধা বিকাশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে।’

happy wheels 2

Comments