দূষণমুক্ত নদীর পানি চাই

মানিকগঞ্জ থেকে মো. নজরুল ইসলাম ও রাশেদা আক্তার

‘পানির গুরুত্ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারের পাশাপাশি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক’র সহযোগিতায় ধলেশ্বরী নদী বাঁচা আন্দোলন ও ধলেশ্বরী নারী সংগঠনের যৌথ আয়োজনে গতকাল  মানিকগঞ্জ শহরস্থ জাগির ধলেশ্বরী ব্রীজসংলগ্ন নদীর পারে প্রাকৃতিক উৎস সুরক্ষা ও বিশুদ্ধ পানির দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে ধলেশ্বরী নারী সংগঠনের সভাপতি জরিনা বেগমের সভাপতিত্বে বারসিক কর্মকর্তা মো. নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাংকার ও সমাজ সেবক গল্পকার মো. শাজাহান মিয়া, বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, বারসিক কর্মকর্তা রাশেদা আক্তার, নারীনেত্রী মনজু আক্তার, নাজমা বেগম, ফুলমতি বেগম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘নদীনালা, খাল, বিল দূষণ ও দখলমুক্ত না হলে বিশুদ্ধ পানি পাওয়া যাবে না। সকল প্রকার প্লাস্টিক বর্জ্য নদীতে না ফেলে প্রয়োজনে পুড়িয়ে ফেলতে হবে। ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাতে হবে, ভূ-উপরিভাগের পানির ব্যবহার বাড়াতে হবে। পানির অপচয় বন্ধ করে মিতব্যয়ী থাকতে হবে।

happy wheels 2

Comments