প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায় বিচার প্রাপ্তিতে সহায়তা করে জেলা লিগ্যাল এইড অফিস

সিংগাইর মানিকগঞ্জ থেকে শাহীনুর রহমান ও বিউটি সরকার
‘গরীব দুঃখীর মামলার ব্যয়, বাংলাদেশ সরকার দেয়’- এ স্লোগানের আলোকে, জেলা লিগ্যাল এইউ অফিসারের কার্যালয়, মানিকগঞ্জ ও বেসরকারি উন্নয়ন গবেষণা সংস্থা বারসিক’র আয়োজনে তৃণমূল পর্যায়ে আইনগত সেবা এবং এডিআর বিষয়ে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধি ও আইনি সহায়তা বিষয়ক সেমিনার সিংগাইর উপজেলার ১নং বায়রা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি।


বারসিক আঞ্চলিক সমন্বয়কারি বিমল রায়ের সঞ্চালনায় বায়রা ইউনিযন পরিষদের চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুল আলোচনা তুলে ধরেন জেলা লিগ্যাল এইউ অফিসার ও সিনিয়র সহকারি জজ মানিকগঞ্জ সুবর্ণা সেঁজুতি। আরোও উপস্থিত ছিলেন বায়রা ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্য ও ইউনিয়ন পরিষদ সচিব মোহাম্মদ উজ্জল হোসেন, সংরক্ষিত নারী সদস্য সেলিনা আক্তার,শাহনাজ পারভীন, ইউপি সদস্য মোঃ শাহজাাহান মোঃ ফরশেদ আলম, ফ্যামেলি ওয়েল ফেয়ার ভিজিটর নারগীছ আক্তার, আনসার ভিডিপির নারী সদস্য ঝর্না খানম, অন্যান্য ইউিিপ সদস্যবৃন্দ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বারসিক কর্মকর্তা শিমুল বিশ^াস, রাশেদা আক্তার, বিউটি সরকার এবং বায়রা ইউনিয়ন পরিষদের অর্ন্তভূক্ত বিভন্নি গ্রামের ৭০ জন নারী ও পুরুষ অংশগ্রহন করেন।


প্রধান অতিথি তার আলোচনায় বলেন, ‘জেলা লিগ্যাল এইড অফিস বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে আর্থিকভাবে অস্বচ্ছল, সহায় সম্বলহীন নানাবিধ আর্থসামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচার পার্থীকে আদালতে দায়েরকৃত দায়ের যোগ্য ও বিচারাধীন মামলায় আইনগত পরামর্শ সহায়তা প্রদান, সালিশী সেবাপ্রাদান ও আইনজীবী নিয়োগের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর নায়্য বিচার প্রাপ্তি প্রদানে সহায়তা করে থাকে।’ তিনি আরো বলেন, ‘জেলা লিগ্যাল এইড অফিস জনসাধারণের দোরগোড়ায় আইনি সেবা পৌছে দিতে জেলা উপজেলা, ইউনিয়ন পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ করেছে।’


সভাপতির বক্তব্যে চেয়াম্যান দেওয়ান জিন্নাহ লাঠু বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলে লিগ্যাল এইডের কার্যক্রম ছড়িয়ে দেয়া হবে। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান। যে কোন প্রান্তের একজন মানুষ তার ন্যায় বিচারে প্রবেশাধিকার থেকে বঞ্চিত হলে তা সারা বিশ্বের আইনের শাসনের প্রতি হুমকিস্বরূপ। দরিদ্র, অসহায় ও অস্বচ্ছল মানুষের বিচার প্রাপ্তির অধিকারকে নিশ্চিত করার উদ্দেশ্যে বাংলাদেশ সরকার বিনা খরচে আইনগত সহায়তা কার্যক্রম গ্রহণ করেছে। একটি রাষ্ট্রে সকল নাগরিকের ন্যায় বিচার নিশ্চিত করতে না পারলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না। এই সেবার বিষয়ে জনগণকে অবগত করতে হলে লিগ্যাল এইডের কার্যক্রমের ব্যাপক প্রচারণা দরকার। এ ক্ষেত্রে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সক্রিয় ভূমিকা পালন করতে হবে।’

happy wheels 2

Comments