আইন জেনে সচেতন হই
হরিরামপুর, মানিকগঞ্জ থেকে সত্যরঞ্জন সাহা
মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের বাহিচর গ্রামে আনন্দ সরকারের বাড়িতে গতকাল (২৮ এপ্রিল) বাহিরচর মণিঋষি নারী উন্নয়ন সংগঠনের উদ্যোগে জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠান ও ‘আইন জেনে সচেতন হই, নারী নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধ করি’ গণস্বাক্ষর প্রদান অনুষ্ঠানের আয়োজি হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহিরচর মণিঋষি নারী উন্নয়ন সংগঠনের সভাপতি মনুষা মনিদাস। অনুষ্ঠানে বাহিরচর মণিঋষি নারী উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক বাসন্তি মনিদাস, সমাজ সেবক আনন্দ সরকার, হরিরামপুর উপজেলা নারী বৈষম্য প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক লিমা আক্তার, রামকৃষ্ণপুর ইউপি সদস্য মাহাব আলী, বারসিক প্রোগ্রাম অফিসার সত্যরঞ্জন সাহা আলোচনায় অংশগ্রহণ করেন।
আলোচনায় বক্তারা বলেন, ‘আইন সহায়তা প্রয়োজন অনুযায়ী সকলের প্রয়োজন। তবে সরকারের নিয়ম অনুযায়ী এক লক্ষ টাকার কম আয়ের মানুষদের সরকারি আইনি সহযোগিতা পাবে। বিষয়টি গ্রামের মানুষদের জানানো ও সরকারি সুযোগ-সুবিধা নিতে তথ্য পরামর্শ দিয়ে সহায়তা করা।’
‘গরিব দুঃখীর মামলার ব্যয় বাংলাদেশ সরকার দেয়’ বিষয়টি প্রচার করার জন্য সকলে আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবের সাথে আলোচনার করে প্রচার করার উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানানো হয় আলোচনায়। বক্তারা জানান, নারী নির্যাতন ও বাল্য বিবাহ রোধে সরকারের আইনের পাশাপাশি সামাজিকভাবে আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। পারিবারিক সচেতনতা সৃষ্টির মাধ্যমেই নারী নির্যাতন ও বাল্য বিবাহ রোধ হবে।
আলোচনা অনুষ্ঠান শেষে ‘আইন জেনে সচেতন হই, নারী নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধ করি” এই মর্মে অংশগ্রহণকারিগণ গণস্বাক্ষর প্রদান করেন।