সাম্প্রতিক পোস্ট

শিশু দিবস উপলক্ষে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা

সাতক্ষীরা থেকে গাজী মাহিদা মিজান
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০১৮ উপলক্ষে শিশুদের অংশগ্রহণে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মার্চ) বেলা ১১টায় সদর উপজেলার জেয়ালা ঋষিপাড়ায় গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম এ প্রতিযোগিতার আয়োজন করে।

IMG_20180315_103633

৩৫জন শিশুর অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সীমা রানী ১ম, হৃদয় দাশ ২য়, শ্রাবন্তী দাশ ৩য়, মুক্তি দাশ ৪র্থ এবং অনিমা দাশ ৫ম স্থান অধিকার করেছে। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বিজয়ী ও অংগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় শিক্ষা,সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এসএম নাহিদ হাসান, প্রচার সম্পাদক নুরুল হুদা, সদস্য তাপস কুমার দাশ, সুমন কুমার দাশ প্রমুখ উপস্থিত থেকে শিশুদের হাতে পুরস্কার তুলে দেন।

happy wheels 2

Comments