সাম্প্রতিক পোস্ট

তানোরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা অনুষ্ঠিত

তানোরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা অনুষ্ঠিত

তানোর, রাজশাহী থেকে অসীম কুমার সরকার:
দেশের গ্রামবাংলার ঐতিহ্যকে ধরে রাখতে রাজশাহীর তানোরে কাবাডি (হাডুডু) খেলা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে উপজেলা সদরের গোল্লাপাড়া বাজার ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

TANORE GRAM BANGLAR KABADI KHELA UNSTITO NEWS PHOTO-3উপজেলা সমাজসেবা অফিসার মতিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহা. শওকাত আলী । সচেতন জাস্টিস ফর অল রাজশাহীর প্রোগ্রাম অফিসার রুমানা শারমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহিম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান বন্দনা রাণী, তানোসপরির সভাপতি কবি অসিম সরকার, সহকারী শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।

TANORE GRAM BANGLAR KABADI KHELA UNSTITO NEWS PHOTO-1খেলায় তানোর পৌরসভা ও চাঁন্দুড়িয়া ইউনিয়ন পরিষদ কাবাডি দলের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। স্থানীয় শতশত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিতে হাড্ডাহাড্ডি লড়ায় শেষে তানোর চাঁন্দুড়িয়া ইউনিয়ন পরিষদ কাবাডি দলকে পরাজিত করে জয়লাভ করেন পৌরসভা কাবাডি দল। খেলাটি পরিচালনা করেন তানোর পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আহসান উল্লাহ ও চাঁন্দুড়িয়া দাখিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক সোহরাব আলী। শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের জিলানী।

happy wheels 2

Comments