জাতীয় আইনগত সহায়তা দিবস- ২০১৮

জাতীয় আইনগত সহায়তা দিবস- ২০১৮

মানকিগঞ্জ থেকে রাশেদা আক্তার

“উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ
লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ”

প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মানিকগঞ্জে পালিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস ২০১৮। ২৮ এপ্রিল ২০১৮ ইং তারিখে জেলা লিগ্যাল এইড কমিটি, মানিকগঞ্জ এর উদ্যোগে আয়োজিত র‌্যালি ও আলোচনা সভা ও লিগ্যাল এইড মেলায় বারসিক অংশগ্রহণ করে। বারসিক স্টল প্রদানের মাধ্যমে অংশগ্রহণ করে।

30831530_1207331356064188_1671349127_nসকাল ৯.৩০মি. বর্ণাঢ্য র‌্যালি জজকোর্ট চত্ত্বর থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। র‌্যালিতে বারসিক এর কর্ম এলাকার ৩ টি নারী ও ১ টি কিশোরী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করে। র‌্যালি শেষে লিগ্যাল এউড মেলা উদ্বোধন করেন মিজানুর রহমান খান, সিনিয়র জেলা ও দায়রা জজ, মানিকগঞ্জ ও জেলা লিগ্যাল এইড কমিটি, মানিকগঞ্জ। উদ্বোধন শেষে তিনি প্রতিটি স্টল পরিদর্শন করেন। চলে দিনব্যাপি মেলা।

30846682_1207331202730870_1949679433_nবিকালে মিজানুর রহমান খান, সিনিয়র জেলা ও দায়রা জজ, মানিকগঞ্জ ও জেলা লিগ্যাল এইড কমিটি, মানিকগঞ্জ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় এনজিওদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বারসিক এর আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়। তিনি বলেন, “লিগ্যাল এইড সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বারসিক লিগ্যাল এইড কমিটির সদস্য হিসাবে সহযোগিতা করে যাচ্ছে। বর্তমান জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান অত্যন্ত দায়িত্ববান এবং তৎপর। লিগ্যাল এইড সেবা ঘরে ঘরে পৌঁছানোর জন্য তিনি প্রতিটি গ্রামে যেতে আগ্রহী।

30874990_1207297656067558_1879569123_nসভাপতি তার বক্তব্যে বলেন, “একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি নিজেই জানের না তিনি লিগ্যাল এইড কমিটির একজন সদস্য এটা খুবই দু:খ জনক। তাহলে গরীব অসহায় মানুষ সেবা পাবে কীভাবে? লিগ্যাল এইড সেবা ঘরে ঘরে পৌঁছে দিতে সকলকে উদ্যোগী হয়ে কাজ করতে হবে।”

“গরীব-দু:খীর মামলার ব্যয়, বাংলাদেশ সরকার দেয়” এই কথাগুলো সাধারণ মানুষের দাঁড়গোড়ায় পৌঁছে দেওয়ার পাশাপশি তারা যাতে সঠিক সেবা ও সহযোগিতা পায় তা নিশ্চিত করা যেমন সরকাররের দায়িত্ব তেমনি আপনার আমার সকলের উচিত তাদের সহযোগিতা করা।

happy wheels 2

Comments