বিজয় দিবস উপলক্ষে নেত্রকোনায় র্যালি, মানিকগঞ্জে মুক্তিযুদ্ধের বিজয় মেলা
বারসিকনিউজ ডেক্স
বৃত্ত পাঠচক্র, বালুয়াকান্দা, নেত্রকোনা এর উদ্যোগে এবং বেসরকারী উন্নয়নে সংগঠন বারসিক এর সহযোগিতায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাইকেল র্যালি ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
‘চেতনার মিছিল’ শিরোনামে সকাল ১০.৩০মিনিটে সদর উপজেলার বালুয়াকান্দা বাজার থেকে শুরু হয়ে নেত্রকোনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর কাইলাটী ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে বালুয়াকান্দা বাজারে এসে শেষ হয়।
এর আগে চিত্রাংকন প্রতিযোগিতা ও সাইকেল র্যালি উদ্ভোধন করেন বিশিষ্ট সমাজ সেবক আ. সালাম জজ মিয়া। উদ্ভোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আব্বাছিয়া উচ্চ বিদ্যালয় বালি’র প্রধান শিক্ষক মো. আলী ওসমান, বারসিক নেত্রকোনা’র আঞ্চলিক সমন্বয়ক মো. অহিদুর রহমান।
আয়োজন সম্পর্কে উদ্যোক্তারা বলেন, “তরুণ সমাজের মধ্যে বিজয় দিবসের গুরুত্ব পৌছে দিতেই এ আয়োজন। তাছাড়া বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সাইকেল একটি প্রয়োজনীয় বাহন। এই গুরুত্ব বহন করেই এমন আয়োজন।
অন্যদিকে বিজয় মাসের উপলক্ষে মানিকগঞ্জে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা। পতাকা উত্তোলন, পায়রা উড়িয়ে ও ফিতা কেটে ২৭তম এই বিজয় মেলার উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপি।
মুক্তিযুদ্ধের বিজয় মেলা ২০১৭ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম,অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কামান্ডার তোবারক হোসেন লুডু, বিজয় মেলার সদস্য সচিব ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক আব্দুছ ছালাম, যুগ্ন সম্পাদক সুলতানুল আজম খান আপেল, কাজী এনায়েত হাসান টিপু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সিপিবির কেন্দ্রীয় নেতা, আজাহারুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছানোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তীসহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধারা।
১৫ দিন ব্যাপী এই বিজয় মেলায় দুই শতাধিক বিভিন্ন ধরনের স্টলের পাশাপাশি বিজয় মঞ্চে প্রতিদিন অনুষ্ঠিত হবে মুক্তিযুদ্ধের ওপর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।