পাখির জন্য ভালোবাসা
চাটমোহর, পাবনা থেকে ইকবাল কবীর রনজু
২৩ মে ২০১৮। সকাল ৯ টা। পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটের সামনে রাস্তার উপর দিয়ে টানানো বৈদ্যুতিক তারের স্পর্শে বিদ্যুতায়িত হয়ে সাড়শ পাখিটি মাটিতে পরে ছটফট করছিল।
বিষয়টি পথচারীদের নজর কাড়ে। রাস্তার পূর্ব পাশের ফাতেমা ফার্মেসীর সত্তাধিকারী আবু ছাইম, দোলং মহল্লার সিএনজি চালিত অটো রিকশা চালক মনজুর রহমান ও ধূলাউড়ি দিয়ারপাড়া গ্রামের অপর অটোরিকশা চালক পাখিটি বাঁচাতে তৎপর হন। তারা পাখিটিকে হাতে তুলে নিয়ে ফাতেমা ফার্মেসির সামনে দাঁড়িয়ে পরম মমতায় পায়ে পাখায় শরীরে হাত বুলাতে থাকেন। প্রাণে রক্ষা পায় পাখিটি। কিছু সময় পর ছেড়ে দিলে পাখিটি ডানা মেলে উড়ে যায় দূর আকাশে।