সাম্প্রতিক পোস্ট

একযুগ পর স্বপ্ন পূরণ

ভাঙ্গুড়া, পাবনা থেকে মো. মনিরুজ্জামান ফারুক:

এক যুগপর পূরণ হলো এলাকাবাসির দীর্ঘ দিনের স্বপ্ন। শেষ হলো গোমানি নদীর ওপর স্বপ্নের নৌবাড়ীয়া সেতুর নির্মাণ কাজ। দূর হলো লক্ষাধিক মানুষের চরম ভোগান্তি। পাবনার ভাঙ্গুড়া-নওগাঁ সড়কের গোমানি নদীর ওপর নৌবাড়ীয়া ব্রিজের নির্মাণ কাজ চলতি মাসে সম্পন্ন হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শনিবার (১৪ জুলাই) পাবনা পুলিশ লাইন্স মাঠে বিভিন্ন প্রকল্পের উদ্বোধনকালে এ সেতুটিরও শুভ উদ্বোধন করেন। এলজিইডি ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই সরকারের আমলে সেতুটির দুইবার ভিত্তিপ্রস্তর স্থাপন, আটবার দরপত্র আহ্বান ও চারবার ঠিকাদার পরিবর্তন করার মধ্য দিয়ে মূল সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হয় চলতি মাসে। সেতুটির দৈর্ঘ্য ১৮০ দশমিক ২৫ মিটার। প্রথমে এর নির্মাণ ব্যয় ধরা হয় ৬ কোটি ৮২ লাখ টাকা। কিন্তু বারবার দরপত্র পরির্তনের কারণে কাজটি শেষ করতে ব্যয় লেগে যায় ৮ কোটি টাকা। জানা যায়, এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ২০০৬ সালে বিএনপি-জামায়াত জোট সরকার এ নদীর ওপর একটি সেতু নির্মাণ করার সিদ্ধান্ত নেয়।

Photo Bhangoora Pabna 18.07.2018 NB‡সবশেষে ২০১৬ সালের শুরুতে চতুর্থবারের মতো পাবনার বেড়া উপজেলার আইটি এন্ড এম এ জে ভি নামে ঠিকাদারী প্রতিষ্ঠান মূল সেতুটির কাজ সম্পন্ন করেন। এখন কাজ চলছে দু’পাশের সংযোগ সড়কের। স্থানীয়রা জানান, সেতুটি নির্মাণের ফলে পাবনা ও সিরাজগঞ্জের চার উপজেলার লক্ষাধিক মানুষ দীর্ঘদিনের ভোগান্তি থেকে রক্ষা পেলো। উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, ঠিকাদারদের গাফিলতিতে দীর্ঘ সময় লেগেছে সেতুটি নির্মাণ করতে। তবে স্থানীয় সংসদ সদস্যের আন্তরিকতার ফলে ব্রিজের নির্মাণ কাজ শেষ করা সম্ভব হয়েছে। ভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন খান বলেন, স্বপ্নের সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় লক্ষাধিক মানুষের দীর্ঘ দিনের দাবী পূরণ হলো। সেই সাথে উপজেলার দুর্গম এলাকার সাথে সদরের যোগাযোগ ব্যবস্থা সহজ হলো।

happy wheels 2

Comments