সাম্প্রতিক পোস্ট

নেত্রকোনায় এই প্রথম শিক্ষায় হরিজন সম্প্রদায়ের সাফল্য লাভ

নেত্রকোনা থেকে মো. অহিদুর রহমান

এই প্রথম নেত্রকোনার হরিজন পল্লী থেকে প্রিয়া বাশফোর এবং পায়েল বাশফোর নামে দুই মেয়ে এসএসসি পাশ করেছে। এখন প্রিয়া ও পায়েল হরিজন পল্লীর উজ্জ্বল দৃষ্টান্ত, তাদের দেখে পল্লীর অন্য মেয়েরা উৎসাহিত হবে। হরিজন পল্লীর শিক্ষার আলো বঞ্চিত মানুষের বঞ্চনা ঘুচিয়ে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাশ করেছে পায়েল ও প্রিয়া বাশফোর।

60597682_1246910565486788_4810955454236590080_n

সপ্তম শ্রেণিতে পড়াকালীন বাল্য বিয়ের হাত থেকে নিজেরাই নিজেদের রক্ষা করে। এভাবে শিক্ষাজীবনে টিকে শহরের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি (কমার্স) পাশ করেছে তারা। নিতান্ত দরিদ্র পরিবারের সন্তান মামাতো-ফুপাতো বোন পায়েল ও প্রিয়া। তারা শহরের পূর্ব চকপাড়া এলাকার হরিজন পল্লীর বাসিন্দা। পল্লীর ইতিহাসে একমাত্র তারাই এসএসসি পাশ করেছে।

61038557_1246910355486809_3080935682445672448_n

বাল্য বিয়ে থেকে নিজেদের রক্ষা করে এসএসসি পাশ (জিপিএ-৩.৬১) করতে পারলেও আর্থিক দুরবস্থায় কলেজে ভর্তি বা পড়াশোনা নিয়ে চিন্তিত শিক্ষার্থী এই দুইবোন। পায়েল ও প্রিয়া জানায়, এই পাসের পেছনে শিক্ষক তমা রায়ের অবদান অনস্বীকার্য। একমাত্র তিনি সবসময় সাহস ও অনুপ্রেরণা হয়ে কাজ করেছেন। কিন্তু শুরু থেকেই অভাব-অনটনের সংসারে ধারদেনা করে পড়াশোনা করানোর ইচ্ছা ছিল না মা-বাবার।

IMG_20190522_133602

মা-বাবা পৌরসভার অধীনে শহর পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করে এক হাজার টাকা মাথাপিছু বেতন পান! জীবনসংগ্রাম তাদের জন্য কতটা নির্মম ও ভয়াবহ হতে পারে এই বেতনের টাকার পরিমাণ চিন্তা করলে কারো বোঝার বাকি থাকবে না বলে মন্তব্য শিক্ষার্থীদের। পড়াশোনা শেষ করে প্রিয়া পুলিশ কর্মকর্তা এবং পায়েল শিক্ষক হতে চান। তারা দুজনেই দেশ ও মানবসেবায় আত্মনিয়োগ করতে চান।

happy wheels 2

Comments