সাম্প্রতিক পোস্ট

বৃষ্টি হলেই কাদার পথে মানিকগঞ্জের ২০ গ্রামের মানুষ

আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ)

মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী-বালিয়াখোড়া সড়ক। এ গুরুত্বপূর্ণ সড়কে যাতায়াত করেন ২০ গ্রামের মানুষ। তবে সড়কের বেহাল দশায় এরই মধ্যে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। আর সামান্য বৃষ্টি হলেই কাদা মাড়িয়ে পথ চলেন এসব এলাকার মানুষ।

সড়কের দুপাশে আগাছা ও গাছপালা বেড়ে উঠায় সড়কটি জঙ্গলে পরিণত হয়েছে। দূর থেকে সড়কটিকে জঙ্গলের আঁকাবাঁকা সরু পথ মনে হয়। এছাড়া পোকামাকড়ের ভয়ে স্কুল পড়ুয়া শিশুসহ সব শ্রেণির মানুষ চলাচলে সাবধানতা অবলম্বন করেন। এমনকি সন্ধ্যার পর সড়কে লোকের আনাগোনা দেখা যায় না। কয়েক দফা বন্যা ও প্রাকৃতিক বিপর্যয়ে সড়কটি ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে মেরামত ও সংস্কারের জন্য কোন পদক্ষেপ নেয়া হয়নি।

স্থানীয় কৃষক টিপু সুলতান বলেন, ‘এ অঞ্চলে শাকসবজির ব্যাপক চাষ হয়। কিন্তু যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় পণ্য শহরে নেয়া যায় না। এতে ভালো দাম পাই না।’

Ghior pic Road

বীর মুক্তিযোদ্ধা টাইগার লোকমান বলেন, ‘একমাত্র চলাচলের সড়কে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। সবদিকে উন্নয়ন হচ্ছে। সরকারের উন্নয়নের ছোঁয়া পাওয়ার অধিকার আমাদেরও রয়েছে।’

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সিরাজুল ইসলাম (নুরু) বলেন, ‘দীর্ঘদিন থেকে ঝুঁকি নিয়ে সড়কে যাতায়াত করি। একটু বৃষ্টি হলেই চলাচল করা কষ্টকর। কাদার মধ্যে দিয়ে হেঁটে যেতে হয়। সাময়িক সময়ের জন্য বালু ফেলা হলেও দীর্ঘমেয়াদী কোনো সুরাহা হচ্ছে না।’

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী সাজ্জাকুর রহমান বলেন, ‘সিংজুরী-বালিয়াখোড়া সড়কটির পাকাকরণের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান অনিক ট্রেডি কর্পোরেশন কাজটি পেয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে দুই কোটি ৮৪ লাখ টাকা। ২০১৯-২০ অর্থ বছরের মধ্যে সড়কে কাজ শুরু হবে। এছাড়া বিশেষ প্রকল্পের আওতায় রেলিং ছাড়া একটি ব্রিজে রেলিং বসানো হবে।’

স্থানীয় এমপি এ এম নাঈমূর রহমান দুর্জয় বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল-কলেজ, বিদুৎ, কৃষি খাতসহ স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে সরকারের ভূমিকা রয়েছে। এরই ধারাহিকতায় সিংজুরী ইউপির দুটি নদীর উপর সেতু করা হচ্ছে। এর মধ্যে একটি সেতু নির্মাণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে সেতুসহ ইউপির সব সড়ক সংস্কার ও পাকাকরণ করা হবে।’ তিনি আরো বলেন, ‘সিংজুরী-বালিয়াখোড়া সড়কটির টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দ্রুতই সড়কটির কাজ শুরু হবে।’

happy wheels 2

Comments