সাম্প্রতিক পোস্ট

ঘূর্ণিঝড় আপফান মোকাবেলায় শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে কন্ট্রোল রুম খোলাসহ নানান প্রস্তুতি:

সাতক্ষীরা শ্যামনগর থেকে ফজলুল হক: বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে ঘূর্ণিঝড় আপফান বিষয়ে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা আজ ১৮ মে সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়[। বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ হল রুমে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডলের সভাপতিত্বে সভা অনুষ্টিত হয়। এ সময়ে ইউনিয়ন নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) খোলা হয়। কন্ট্রোল রুমের যোগাযোগ চেয়ারম্যান : ০১৭১৯৫০৫২৯২, সচিব : ০১৯৮৮৪৮২৭৭১, উদ্যোক্তা: ০১৯১৯৭৪৫৭৬১।

সভায় ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে মাইকিং করা, গুরুত্বপূর্ণ স্থানে সর্তকতা সংকেত পতাকা উত্তোলন, ডব্লিউ ডিএমসির ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মিটিং করা, সাইক্লোন সেল্টারগুলো খোলা রাখার ব্যবস্থা করার সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া বিশেষ করে প্রবীণ, প্রতিবন্ধী, গর্ভবতী মহিলা, শিশুদের নিকটস্থ সাইক্লোন সেল্টারে নিয়ে যাওয়ার ব্যবস্থ্য করা সহ অন্যন্যাদের সাইক্লোন সেল্টারে যাওয়ার জন্য প্রচারের ব্যবস্থ্য করা, সাইক্লোন সেল্টারগুলোতে মোমবাতি ও মশার কয়েলের ব্যবস্থা করা, মহামারী করোনা ভাইরাসের জন্য সাইক্লোন সেল্টারগুলোতে সমাজিক দুরত্ব বজায় রাখা, চুনা নদীর সুইচ গেট বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় ইউপি সদস্যবৃন্দ,সিপিও, সিডিও, এসএসএসটি অন্যন্যা স্বেচ্ছাসেবী সংগঠন, এনজিও প্রতিনিধিগণকে সার্বক্ষণিকভাবে প্রস্তুত থাকার অনুরোধ করেন চেয়ারম্যান। নিজ নিজ এলাকায় সর্তক সংকেত প্রচার, দূর্যোগ সংগঠিত হলে সবাইকে সজাগ থাকতে আহবান জানান। উক্ত সভায় উপস্থিত ছিলেন ইউপি সচিব রেয়াজুল ইসলাম, বারসিকের লিয়াজো অফিসার গাজী আল ইমরান, ইউপি সদস্য গাজী গোলাম মোস্তফা, আব্দুর রউব গাজী, স্বপন গাতিদার,কৃঞ্চ পদ মন্ডল, কামরুল ইসলাম, আব্দুল গনি, স্বপন হালদার, খাদিজা বেগম, মলিনা রানী রপ্তান, লক্ষী রানী শীল, সিসিপির ফজলুল করিম, বারসিকের যুব সংগঠক ফজলুল হক, এসএসএসটির আলী হাসান ও তাপস সরকার, সাংবাদিক বিল্লাল হোসেনসহ এনজিও প্রতিনিধিগণ।

happy wheels 2

Comments