বহুত্ববাদী সমাজ সবার প্রতি শ্রদ্ধাশীল
হরিরামপুর, মানিকগঞ্জ থেকে সত্যরঞ্জন সাহা ও মুকতার হোসেন
বারসিক’র উদ্যোগে গতকাল হরিরামপুরে বৈষম্যহীন, বৈচিত্র্যতা ও সমতাভিক্তিক সমাজ প্রতিষ্ঠায় পরস্পরের সাথে সর্ম্পক উন্নয়নে বহুত্ববাদী সমাজ ও আন্তঃসর্ম্পক বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময়ে সভাপতিত্ব করেন আন্ধারমানিক এর কৃষক সংগঠনের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ। আলোচনায় অংশগ্রহণ করেন হরিরামপুরের প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপতি আব্দুল করিম, বারসিক’র আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, পাটগ্রামচর নারী উন্নয়ন সংগঠনের সভাপতি হাজেরা বেগম, বারসিক প্রতিনিধি সত্যরঞ্জন সাহা, মুকতার হোসেন, গবেষক শহীদ বিশ্বাস প্রমুখ।
মতবিনিময়ে অংশগ্রহণকারীগণ জানান, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় পরস্পরের মতামতকে প্রধান্য দেওয়া উচিত এবং সকল প্রাণের স্বাভাবিক জীবনযাত্রার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। তারা বলেন, ‘করোনা পরিস্থিতিতে এলাকার যুবকদের উদ্যোগে ভবঘুরে ও প্রাণিদের খাবার দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়।’ আলোচনায় বহুত্বাদী সমাজ প্রতিষ্ঠার জন্য সবাইকে সবার উন্নয়নের জন্য কাজ করার অঙ্গীকার করা হয়।