জীবিকার উন্নয়নে নিজেই উদ্যোগী হতে হবে

রাজশাহী থেকে মো. সুমন

বারসিক’র উদ্যেগে সম্প্রতি রাজশাহীর পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের হাট বড়গাছীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন সংগঠনের নারী সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় মাধবপুর পূর্বাশা নারী উন্নয়ন সংগঠনের সভাপতি মোসাঃ মনিরা বিবি উক্ত সভায় সভাপতিত্ব করেন। সভাটি সঞ্চালনা করেন বারসিক বরেন্দ্র অঞ্চলের সমন্বয়কারী মোঃ শহিদুল ইসলাম।

সভায় রহিমা বেগম জানান, তিনি একজন গৃহীনি ও কৃষিবান্ধব নারী। তাঁর বাড়ির পাশে একটি পুষ্টিবাগান গড়ে তুলেছেন। তিনি বলেন, কৃষিজমিতে পুকুর খনন না করে সেখানে ধান চাষ করা হোক।’ মোসাঃ মনিরা বিবি মোসাঃ হিরা আক্তার জানান, তিনি একজন কৃষাণী এবং মথুরা নারী উন্নয়ন সংগঠনের সভাপতি। তিনি তার পতিত জায়গাতে এবার অনেক রকমের গাছের চারা রোপণ করেছেন। তিনি বলেন, ‘আমাদের তো আগে ভাতের প্রয়োজন। তাই বেশি করে মাছ চাষ না করে ধান আগে করতে হবে।’

বারসিক’র আঞ্চলিক সমন্বয়ক শহিদুল ইসলাম বলেন, বারসিক’র সবসময়ই প্রান্তিক নারী ও পুরুষের জীবিকা উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে আসছে। নিজের উন্নয়ন জন্য মানুষকে নিজেই উদ্যোগ নিতে হবে। আমাদের নিজেদের প্রয়োজনেই একতাবদ্ধভাবে কাজ করে যেতে হবে। পরিবেশ সুরক্ষার জন্য গাছ রোপণ যেমন করতে হবে ঠিক তেমনি চাষবাসে স্থায়িত্বশীল কৃষি চর্চা করতে হবে। এছাড়া আয়মূলক কাজেও যুক্ত থাকতে হবে।’

happy wheels 2

Comments