বাল্য বিয়ে, যৌতুক ও মাদককে ‘না’ বলেন কিশোরীরা
মানিকগঞ্জ থেকে মো.নজরুল ইসলাম
‘আমরা সবাই সোচ্চার, বিশ^ হবে সমতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশ সরকারি বেসরকারিভাবে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। তারই মানিকগঞ্জের সিংগাইর অঞ্চলের সিংগাইর পৌরসভাধীন আজিমপুর এলাকার আলোর দিশারী কিশোরী ক্লাবের আয়োজনে এবং বারসিক’র সহযোগিতায় মতবিনিময় ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় ও মানববন্ধন কর্মসূচিতে আলোর দিশারী কিশোরী ক্লাবের সভাপতি নাফিজা খান রেবা’র সভাপতিত্বে¡ এবং সাধারণ সম্পাদক স্বর্ণা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা সিংগ্ইার উপজেলা শাখার চেয়ারম্যান, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিংগাইর উপজেলা প্রতিবন্ধী সমিতির সভাপতি গিয়াস উদ্দিন, বারসিক প্রোগ্রাম অফিসার মো. নজরুল ইসলাম, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আফসানা আক্তার অন্তরা, সংগঠনের কার্যকরি কমিটির সদস্য সোনিয়া আক্তার, বর্ষা আক্তার ও জিয়াসমিন আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘মুখে মুখে সৃজনশীল শিক্ষার গল্প বললে হবে না। বাস্তবে রুপায়ন করতে হলে এই ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন করতে হবে, সাংগঠনিক তৎতপরতার মধ্য দিয়েই সৃজনশীলতা বৃদ্ধি পাবে। সবাই মিলে আমরা যখন দেয়ালিকা, সাহিত্য সাময়িকী, গান আবৃত্তি, বিতর্কসহ স্বাস্থগত দিকসহ কর্মমূখী প্রশিক্ষণ করতে পারি। এগুলো করতে যে সকল ব্যয় সামগ্রীসহ উপকরণ দরকার আমরা সেটি করব।’
গিয়াস উদ্দিন বলেন, ‘আমি আমার একটি পরিত্যক্ত ঘর আলোর দিশারি কিশোরী ক্লাবের নামে ছেড়ে দিলাম।’ আনোয়ারা খাতুন বলেন, ‘সংগঠন নিবন্ধনের প্রয়োজনীয় ব্যবস্থা আমি করব, একটি বুকসেল্ফ দিব।’ সংগঠনের সভাপতি নাফিজা খান রেবা বলেন, ‘আমরা অনেক খুশি হয়েছি। আশা করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের দৃঢ়তায় আমরা আমাদের স্বপ্নের সিড়িতে পৌছাতে পারব। আমরা আরো প্রত্যয় করছি যে বাল্য বিয়ে, যৌতুক ও মাদককে ‘না’ বলবো। এসব সামাজিক অপরাধ আমরা রুখবই।’