মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

ঘিওর, মানিকগঞ্জ থেকে সুবীর কুমার সরকার
‘‘চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এ স্লোগানকে সামনে রেখে বিল্ড এ বিউটিফুল সোসাইটি এর উদ্যোগে ঘিওরে গতকাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে সিংজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ও যুব সমাজদের অংশগ্রহণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন মো: মাহবুব আলম সভাপতি বিল্ড এ বিউটিফুল সোসাইটি। আরও বক্তব্য রাখেন মো: আশাদুর রহমান ও মো: আল- মামুন (এস .আই ঘিওর থানা), ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ইউসুফ আলী, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম ও সেলিম মিয়া ।


এ সময় স্থানীয় গ্রামের মুক্তিযোদ্ধা মো: লোকমান হোসেন টাইগার বলেন, ‘স্কুলের শিক্ষার্থীদের দেশ গড়ার কারিগর হতে হবে। তাই তাদের যুদ্ধ করতে হবে মেধা, বুদ্ধি ও কলম দিয়ে। মাদকমুক্ত সমাজ না গড়তে পারলে কোন জাতি উন্নত হয় না। তাই শিক্ষার্থীদেরকে এখনই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’ বারসিকের আঞ্চলিক সমন্নয়কারী বিমল রায় বলেন, ‘মাদকের ভয়াল গ্রাস থেকে যুবসমাজসহ সকলকে রক্ষায় এর বিরদ্ধে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকের বিরুদ্ধে নিজে সচেতন হতে হবে, অন্যকে সচেতন করতে হবে।’


প্রধান আলোচক বলেন, ‘স্কুল পর্যায় হতে মাদক কে না বলা শিখতে হবে। বাড়ির আশেপাশে কেউ মাদকের ব্যবসার কথা শুনলে বাড়ির ও স্কুলের শিক্ষকদের জানাতে হবে।’ সিংজুরি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু নির্মল কুমার সরকার বলেন, সমাজে এমন উদ্যোগী যুবকদের এগিয়ে আসতে হবে। মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’


অনুষ্ঠানে আরও আলোচনা করেন মাদক বিরোধী সংগঠন ওপেন ফ্রেন্ড ক্লাবের সভাপতি মিজানুর রহমান হৃদয় বারসিক কর্মকর্তা সুবীর সরকার, বিল্ড এ বিউটিফুল সোসাইটির সদস্য জহিরুল ইসলাম, সোহেল রানা, রাসেল মিয়া, শাহিন, লিখন মিয়া প্রমুখ।

happy wheels 2

Comments