সাম্প্রতিক পোস্ট

সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত হোক

শ্যামনগর সাতক্ষীরা থেকে বাবলু জোয়ারদার

সম্প্রতি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার এই বুড়িগোয়ালিনী ইউনিয়নের বুড়িগোয়ালিনী আশ্রয়ন প্রকল্পে ‘সবার জন্য নিরাপদ খাদ্য’ নিশ্চিতকরণের দাবিতে এক জন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে ।


পেষ্টিসাইড একশন নেটওর্য়াক এশিয়া প্যাসিফিক (প্যানাপ) এবং গবেষণা প্রতিষ্ঠান বারসিক’র আয়োজনে এই অনুষ্ঠানে কুষক, জেলে, মুন্ডা, আদিবাসি, বাগদি, নারী, পুরুষ, যুব, সাংবাদিক, স্থানীয় সরকারের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। নিরাপদ খাবার নিশ্চিত করতে সচেতনতা তৈরিতে মুল আলোচনা করেন বারসিক’র পরিচালক, গবেষক ও লেখক পাভেল পার্থ।


অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, ‘জমিতে বিষ ব্যবহার বন্ধ করতে হবে। বিষ ব্যবহার বন্ধ করতে না পারলে আমাদের সবার জন্য ক্ষতি হবে।’ এছাড়া মানুষসহ গবাদি প্রাণীসম্পদ এবং সকলের খাবারকে নিরাপদ করার দাবি জানান। নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য সকলের ঐক্যবদ্ধ আন্দোলন জরুরি।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বারসিক’র প্রোগ্রাম অফিসার বাবলু জোয়ারদার।

happy wheels 2

Comments