নেতৃত্ব বিকাশ ও নেটওর্য়াক তৈরি বিষয়ক প্রশিক্ষই কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা থেকে রুনা আক্তার
বারসিকের উদ্যোগে গতকাল রায়েববাজারের বাড়ৈইখালীতে নেতৃত্ব বিকাশ, সংগঠন ও নেটওর্য়াক তৈরি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশলায় বাড়ৈইখালীর ২০ জন নারী ও পুরুষ অংগ্রহণ করেন।

প্রশিক্ষণের প্রশিক্ষক হারুন অর রশীদ বলেন, ‘আমাদের নেতৃত্ব আমাদের নিজেদেরই তৈরি করতে হবে। কথায় আছে দশের লাঠি একের বোঝা। দশ জন মিলে একসাথে কাজ করবে সেখানে খুব দ্রুত সেই কাজটি সম্পন্ন হবে। আমরা সকলে মিলে এক সাথে সংগঠিত হলে যে কোনো কাজ বা সমস্যা সমাধান করা সহজ হবে। নিজেদের মধ্যে কোনো জড়তা রাখা যাবেনা।’ তিনি আরও বলেন, ‘আমাদের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে গুণ, চরিত্র ও ব্যবহার ভালো হতে হবে। আমরা যারা সংগঠন করবো সকলেই যদি প্রতিটি লোকের সাথে সংযুক্ত থাকি তাহলে সবাই সবার বিপদে এগিয়ে আসতে পারবে। একজন ব্যাক্তি যখন ত্যাগ স্ব^ীকার করে তখন তার মাঝে নেতৃত¦ বিকাশ উঠে আসে এবং দক্ষতা বৃদ্ধি হবে নেতৃত্ব প্রদানের মাধ্যমে। আমাদের সকলকে ঐক্য বদ্ধ হতে হবে। আর সংঘবদ্ধ হয়ে ধীরে ধীরে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।’


প্রশিক্ষণার্থী আনোয়ারা বলেন, ‘আমরা সকলেই সকলের সমস্যা জানবো এবং অন্যদের জানাবো। যেমন, আমার বাড়ির পাশে ময়লা ফেলে তা আমি একা বলে বন্ধ করতে পারিনা। কিন্তু আমাদের যদি সংগঠন হয় তাহলে আমরা সবাই মিলে বললে সেই সমস্যার সমাধান খুব সহজেই করা যাবে।’ আরিফ আহমেদ বলেন, ‘আমাদের এলাকায় অনেক বাল্য বিবাহ দেখা যায়। আমরা যদি সকলে মিলে এক সাথে বাল্য বিবাহের কুফল সর্ম্পকে আলোচনা করি তাহলে বাল্য বিবাহ বন্ধ করা সহজ হবে। বাল্য বিবাহ বন্ধ হলে মেয়েদের শিক্ষার অগ্রগতি বাড়বে আমার মনে হয়। অকালে মাতৃজনিত মৃত্যু ঝুকিঁ, অপুষ্টিহীন মা ও শিশু কমে আসবে, সমাজের অনেক পরির্বতন হবে।’


প্রশিক্ষণের অংশগ্রহণকারীদের থেকে সংগঠনের প্রয়োজনীয়তা কেন প্রয়োজন এবং তাদের সমস্যা সমাধানের জন্য গ্রুপ ওর্য়াক করা হয়। দলীয় কাজের মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের সমস্যাগুলো তুলে ধরেন। প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন বারসিক’র কমিউনিটি ফ্যাসিলিটেটর পূজা রানী মন্ডল ও রুনা আক্তার।

happy wheels 2

Comments