একতাবদ্ধতার মাধ্যমে সমস্যা সমাধান করা যায়

রাজশাহী থেকে উত্তম কুমার

মোহর বীর বাহা কিশোরী সংগঠন প্রতিষ্ঠিত হয় ২০২১তারিখে। এই সংগঠনটি বিভিন্ন সংগঠনের সঙ্গে মতবিনিময়, জলবায়ু পরিবর্তন বিষয়ে ধারণা, সমাজ উন্নয়ন বিষয়ক সচেতনতা বিষয়গুলো নিয়ে প্রতিনিয়ত আলোচনা ও উঠান বৈঠক করে। ফলশ্রুতিতে সংগঠনের সদস্যরা সমাজে অনেক ধরনের ভূমিকা পালন করে যাচ্ছে।

এই সংগঠনের সদস্যরা বাল্যবিয়ে প্রতিরোধ, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষরোপণ অভিযান, জলবায়ুর দ্বন্দ্ব সংকট নিরসনের ভূমিকা পালন করছে। এই প্রসঙ্গে বীর বাহার কিশোরী সংগঠনের সভাপতি সুরজিনা সরেন (২০) বলেন, ‘আমার গ্রামের সমস্যা আমি সবচেয়ে বেশি বুঝি। কারণ আমি জানি আমার সমাজ ও আমার পরিবেশ সম্পর্কে। আমাদের গ্রাম ও পরিবেশ সমস্যা সমাধানে যাতে আমরা ভূমিকা রাখতে পারি সেজন্য ২০২১ সালে আমরা একটি কিশোরী সংগঠন তৈরি করেছিলাম।’

সংগঠনের সদস্যরা জানান, বারসিক’র সহযোগিতা তিারা এখন একতাবদ্ধ হয়েছে। গ্রামের বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে তারা ভূমিকা রাখতে পেরেছে। তারা আশাবাদী যে, ভবিষ্যতে একতাবদ্ধর ফলে আরো অনেক সামাজিক ও পরিবেশ সমস্যা সমাধানে তারা ভালো ভূমিকা রাখবে।

happy wheels 2

Comments