আমাদের একতাবদ্ধ হতে হবে

ঢাকা থেকে হেনা আক্তার রুপা
বারসিক’র উদ্যোগে ঢাকার বালুরমাঠের, হিলফুল ফুজুল নূরানিয়া মাদ্রাসায় নেতৃত্ব বিকাশ ও সংগঠনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় উক্ত এলাকার ২০ জন কিশোরী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে প্রশিক্ষকের ভূমিকা পালন করেন বিওএসসি এর সভাপতি হোসনে আরা বেগম রাফেজা।


প্রশিক্ষণে হোসনে আরা বেগম রাফেজা বলেন, ‘আমাদের সমাজের জন্য এলাকার জন্য কাজ করতে হলে আগে আমাদের একতাবদ্ধ হতে হবে। কারণ একা কোনো কাজ করা সম্ভব নয়। নিজের আত্মবিশ^াস বাড়ানোর জন্য নেতৃত্ব বিকাশন অনেক প্রয়োজন। কোনো সমস্যায় পড়লে একা সমাধান করতে কষ্ট হয়। তাই সবাই মিলে সংগঠন বা দল তৈরি করতে হলে সকলের একমত হতে হবে।’ তিনি আরও বলেন, ‘এলাকায় কোন বাল্যবিবাহ হলে তার রোধ করার ক্ষমতা একজনের পক্ষে সম্ভব হয়না। কিন্তু সকলে মিলে তা প্রতিরোধ করার চেষ্টা করলে সমস্যা সমাধান করা সম্ভব হবে। তাই সকলে একতাবদ্ধ হয়ে বা সংগঠিত হয়ে ছোট ছোট দল বা সংগঠন তৈরি করে কাজ করা সম্ভব।’


এই এলাকার নারী কাউন্সিল গুলশান আরা বেগম কিশোরীদের উদ্দেশ্য করে বলেন, ‘মেয়েরা পারে না এমন কোন কাজ বর্তমানে নেই। সমাজ পরিবর্তনে মেয়েরা বড় ভূমিকা পালন করে করছে। তোমাদের ইচ্ছাশক্তি মনোবল বাড়াতে হবে। এলাকার মধ্যে তোমাদের কোন সমস্যা হলে আমাদেরকে তাৎক্ষণিক জানাবে। আমিও তোমাদের নিয়ে এলাকার জন্য কাজ করতে পারি সেক্ষেত্রে অবশ্যই তোমাদের একটি দল বা সংগঠনে তৈরি হতে হবে। একে অন্যেও কাজের সুবিধা এবং একে অন্যের সাহায্য, পরিচয়, বন্ধুত্ব একসাথে পাওয়া যায়।’

happy wheels 2

Comments