সংগঠনের মাধ্যমে উন্নয়ন উদ্যোগ বাস্তবায়ন করা সহজ

রাজশাহী থেকে রিনা টুডু

বারসিক’র উদ্যোগে সম্প্রতি পিরুন পুকুর গ্রামে নিরাপদ খাদ্য উৎপাদন ও বীজ সংরক্ষণ ও সংগ্রহের বিষয়গুলো সম্প্রতি একটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কৃষি, বীজ সংরক্ষণসহ এলাকার একটি সংগঠন তৈরি করার বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আলোচনার পরিপ্রেক্ষিতে গ্রামটিতে নতুন সংগঠন তৈরি করা হয়। সংগঠনের নাম পিরুন পুকুর, কৃষাণী নারী উন্নয়ন সংগঠন। সংগঠনের সভানেত্রী হিসেবে রাখা হয় শেরিনা বেগমকে (৪৫) নির্বাচন করা হয়। নতুন সংগঠনের সভানেত্রী শেরিনা বেগম বলেন, ‘সংগঠনই পারে গ্রামের কোনো উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করার। উন্নয়ন উদ্যোগ নিলে সেটি সম্মিলিতভাবে সফল করা যায়।

তিনি আরো বলেন, ‘আমরা নারী রা অবসর সময়ে, হাতের কাজ করে থাকি। এতে করে আমাদের নারীদের হাত খরচের পাশাপাশি ছেলেমেয়েদের স্কুলের খরচ দিতে পারি। আগামিতে সংগঠনের মাধ্যমে গ্রামের পিছিয়ে পড়া নারীদেরকে সাবলম্বী করার জন্য আমরা সংগঠনের মাধ্যমে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবো।’

happy wheels 2

Comments