সাম্প্রতিক পোস্ট

বৈচিত্র্যের সৌন্দর্য উপলব্ধি করতে হয়

বৈচিত্র্যের সৌন্দর্য উপলব্ধি করতে হয়

রাজশাহী থেকে তহুরা খাতুন লিলি
বারসিক’র উদ্যোগে সম্প্রতি রাজশাজীর কফিবার হলরুমে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হলো ‘বৈচিত্র্য, তরুণ নেতৃত্ব’ বিষয়ক কর্মশালা।


কর্মশালায়ি সহায়কের দায়িত্ব পালন করেন বারসিক’র পরিচালক, লেখক ও গবেষক পাভেল পার্থ। উপস্থাপনা করেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারি মোঃ শহিদুল ইসলাম। কর্মশালায় ৮টি সংগঠন থেকে ২৩ জন অংশগ্রহণ করেন।
কর্মশালায পাভেল পার্থ বলেন, ‘তরুণদের মাধ্যমেই বৈচিত্র্য সুন্দর হয়। তাই বৈচিত্র্য রক্ষা করা আমাদের দায়িত্ব। আর এই বৈচিত্র্য কেন দরকার তা আমাদের জানা উচিত।” কর্মশালায় বৈচিত্র্য, বৈচিত্র্যর বিভিন্ন দিক, বৈচিত্র্য জীবনের ওপর প্রভাব, নেতৃত্ব ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়।


কর্মশালায় উপস্থিত সূর্যকিরনের সভাপতি শাইখ তাসনিম জামাল বলেন, ‘এই কর্মশালায় এসে অনেক কিছু জানতে পারলাম, অনেক জানা জিনিসও গভীরভাবে বুঝলাম। সবচেয়ে ভালো লেগেছে যে, বৈচিত্র্যের বিভিন্ন দিক, বৈচিত্র্যের প্রয়োজনীয়তার বিষয়টি। বৈচিত্র্যর সৌদর্য উপলব্ধি করতে হয় তা আজ জানলাম।’

happy wheels 2

Comments