সাম্প্রতিক পোস্ট

সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তার বারসিক’র সিংগাইর কর্মএলাকা পরিদর্শন

সিংগাইর মানিকগঞ্জ থেকে শাহীনুর রহমান

আজ ১৭ ফেব্রুয়ারি ২০২২ ইং তারিখে সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক’র সহযোগিতায় কৃষকের অধিকার কর্মসূচি প্রকল্পের আওয়তায় কৃষক স্বপন কুমার রায়ের পরিচালনায় কাস্তা বারোওয়ারি কৃষক কৃষাণি সংগঠনের বীজবাড়ি ও কৃষক স্বপন কুমার রায়ের শতবাড়ি উন্নয়ন মডেল পরিদর্শন করেন নব নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ, সহকারি কমিশনার (ভূমি)শাম্মা লাবিবা অর্ণব, উপজেলা কৃষি অফিসার টিপু সুলতান সপন, উপসহকারি কৃষি কর্মকর্তা রতন চন্দ্র মন্ডল। এছাড়া আরো উপস্থিত ছিলেন কৃষক স্বপন কুমার রায় ও বারসিক কর্মকর্তা শাহীনুর রহমান।

সংক্ষিপ্ত আলোচনায় বারসিক কর্মকর্তা শাহীনুর রহমান সম্মানিত উপজেলা নির্বাহী মহাদয়কে বারসিক’র কার্যক্রম অবহিত করেন। পরবর্তীতে উপজেলা কৃষি অফিসার টিপু সুলতান সপন উপজেলা কৃষি বিভাগ ও বারসিক’র যৌথভাবে কাজ করার প্রক্রিয়া অবহিত করেন। তিনি বলেন, ‘বারসিক একটি বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে কাজ করছে। কৃষিতে কৃষকের অধিকার প্রতিষ্ঠা লোকায়ত পদ্ধিতে বীজ সংরক্ষণ ও বীজের উপর কৃষকের নিয়ন্ত্রণ, জৈব পদ্ধতিতে নিরাপদ খাদ্য উৎপাদনে সহায়তা করে। সিংগাইর উপজেলা কৃষি বিভাগ নিয়মিত বারসিক’র কার্যক্রমে সহায়ত্ করে।‘

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশ্নের আলোকে বীজ বাড়ি ও শতবাড়ি উন্নয়ন মডেল সম্পর্কে কৃষক স্বপন রায় বলেন, ‘আমরা মৌসুমভিত্তিক ফসল চাষ করি এবং বীজ সংরক্ষণ করি। আমরা বীজবাড়ি থেকে কৃষক কৃষক বীজ বিনিময় করি। চাষ করার পর আমাদের উদ্বৃত্ব বীজগুলো বীজ বাড়িতে জমা রাখি। বীজবাড়িতে বীজ সংরক্ষণের ফলে বাজার থেকে আমাদের বীজ ক্রয় করতে হয় না। তাছড়া বর্ষা, বন্যা, খরা ও অন্যান্য দুর্যোগে আমাদের বীজের সংকট কম হয়। আমার বীজবাড়ির মাধ্যমে যে কোন দুর্যোগ মোকাবেলা করতে পারি ‘

শতবাড়ি উন্নয়ন মডেল সম্পর্কে তিনি বলেন, ‘আমার বাড়ির পালানি জমিতে নিরাপদ সবজি চাষ করি নিজের পারিবারিক চাহিদা পূরণ করে বাজারে বিক্রি করি। গ্রামের অন্যান্য মানুষের মধ্যে সবজি বিনিময় করি তাদেরও পুষ্টির চাহিদা পূরণ হয়।’ তিনি আরো বলেন, ‘করোনাকালে আমি অনেক নারী ও পুরুষের মধ্যে সবজি বিনিময় করেছি। আমি মনে করি করোনা প্রতিরোধে অন্য মানুষের পুষ্টির চাহিদা আমার এই শত বাড়ি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ‘

happy wheels 2

Comments