সাম্প্রতিক পোস্ট

সবজি চাষে আজিজুল হকের সফলতা

রাজশাহী থেকে সুলতানা খাতুন

কর্নহার থানার দর্শন পাড়া ইউনিয়নের বিলধর্মপুর গ্রামের কৃষক আজিজুল হক। বয়স ৫৫ বছর। তার বাবার কাছ থেকে কৃষি কাজ শিখেন। নিজস্ব জমির পরিমাণ চার বিঘা। তার মধ্যে বসতভিটার পরিমাণ দুই বিঘা।

তিনি বসতবাড়ির আঙ্গিনায় বিভিন্ন ধরনের সবজি মাচা পদ্ধতিতে চাষাবাদ করেন। চাষকৃত সবজির মধ্যে রয়েছে  সিম, লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, পুই শাক, করলা বিভিন্ন ধরনের সবজি। বসতবাড়ির পাশাপাশি তিনি আবাদি জমিতে ও মৌসুম কালিনী সবজি চাষাবাদ করেন।

তার ১৪ শতাংশ জমিতে কলার বাগান আছে। এ মৌসুমে তিনি ১০ হাজার টাকার কলা বিক্রি করেছেন। কলা চাষের পাশাপাশি মুলা, ফুলকপি, বাঁধাকপি, পিয়াজ, রসুন চাষাবাদ করেছেন।

কৃষক আজিজুল হক বলেন, ‘আমি যে সবজি চাষ করি। সবজি চাষ করে আমি ভালোই লাভবান হয়েছি। আমার আত্মবিশ্বাস আমাকে সবজি চাষে সফল হতে উৎসাহিত করে। আমার মৌসুমকালীন সবজি চাষ দেখে গ্রামের কৃষকেরা উৎসাহিত হয়। এমনকি অনেক কৃষক আমার কাছ থেকে সবজি চাষের বিভিন্ন ধরনের পরামর্শ নিয়ে থাকেন।’

happy wheels 2

Comments