বাঁশবেতেই দরিদ্র মাহালীদের সংসার চলে

বাঁশবেতেই দরিদ্র মাহালীদের সংসার চলে

রাজশাহী থেকে রিনা টুডু

প্রতিটি মানুষ নিজের মত কাজ করেন। তাদের রয়েছে বৈচিত্র্যময় পেশা। এ বৈচিত্র্যময় পেশাকে কেন্দ্র করেই তারা কাজ করেন তাদের জীবিকা নির্বাহ করার জন্য। রাজশাহীতে বসবাস করা মাহালী আদিবাসীদের ঐতিহ্যবাহী পেশা হচ্ছে বাঁশবেতের কাজ।

বাঁশবেতের কাজ করেই এই আদিবাসীরা তাদের জীবিকা নির্বাহ করেন। তারা আদিকাল থেকেই বাঁশের কাজের সাথে জড়িত। এই পেশার সাথে তারা এমনভাবে জড়িত যে তাদের পরিবারের ছোট ছোট ছেলে মেয়েরা ছোটকাল থেকেই বাঁশবেতের কাজ শিখে।

মাহালি আদিবাসীদের পরিবারের ছেলে মেয়েরা লেখাপড়ার পাশাপাশি তাদের পরিবারের বাঁশের কাজে সহয়তা করে। তবে বর্তমানে বাঁশবেতের কাজ নানান সমস্যা দেখা দিয়েছে। কারণ বাঁশ এখন আগের মতো পাওয়া যায় না। ফলশ্রুতিতে খেটে খাওয়া এই মানুষগুলো এখন কঠিন সংকটের মধ্যে পড়েছে। বাঁশ না পাওয়া এবং বাঁশ ও বেতের মূল্য বেশি হওয়ায় তৈরি পণ্যগুলো বিক্রি করতে সমস্যা হয়। লাভ কম হয়।

এছাড়া শীতকালে রোদ কম থাকায় বেতিগুলো দ্রুত শুকচ্ছে না। এই সব বেতি না শুকলে পণ্য তৈরি করা যায় না। ভালো করে রোদ্রে না শুকলে পণ্যগুলো মজবুত হয়না।

happy wheels 2

Comments