মানবিক সমাজ গড়তে সকল স্তরে মানবাধিকার চর্চা হোক

মানিকগঞ্জ থেকে মো. নজরুল ইসলাম

‘ঘুরে দাঁড়াবো আবার, সবার জন্য মানবাধিকার’-এই প্রতিপাদ্য সম্প্রতি পালিত হলো বিশ্ব মানবাধিকার দিবস। তারই ধারাবাহিকতায় গত ১০ ডিসেম্বর ইউএনডিপি, এস ডি সি ও বারসিক’র সহযোগিতায় মানিকগঞ্জ হিউম্যান রাইটস ফোরাম-এর আয়োজনে স্যাক কার্যালয়ে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মুক্ত আলোচনা সভায় সংগঠনের সভাপতি এ্যাড. দিপক কুমার ঘোষের সভাপতিত্ব বারসিক’র আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়ের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর উর্মিলা রায়, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শ্রীমতি লক্ষী চ্যাটার্জি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মানিকগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মজিবুর রহমান মাস্টার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আশুতোষ কুমার রায়, সাহিত্য সংগঠন সপ্তসুর এর সভাপতি প্রভাষক বাসুদেব সাহা, প্রগতি লেখক সংঘ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।

মুক্ত আলোচনায় আলোচকরা বলেন, ‘মানবাধিকার সনদে ঘোষিত নাগরিকের জন্য ৩০টি মৌলিক মানবাধিকার ও সংবিধানের ১৮টি মৌলিক অধিকারগুলো কাগজে কলমে আছে বাস্তবতা বহুদূর। এগুলো বাস্তবায়ন করতে হলে সংগঠিত হয়ে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে হবে।’

তারা জানান, দলিত, সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এবং তাদের সচেতনতার মান বাড়াতে সচেতন শ্রেণীর সক্রিয় দায়িত্ব পালন করতে হবে।

happy wheels 2

Comments