সাম্প্রতিক পোস্ট

করোনা মোকাবিলায় তরুণদের করণীয় শীর্ষক অনলাইন সভা অনুষ্ঠিত

রাজশাহী থেকে তহুরা খাতুন লিলি
বরেন্দ্র যুব সংগঠন ফোরাম ও বারসিক’র আয়োজনে সম্প্রতি অনলাইন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ওই এলাকার বারসিক কর্মকর্তা বরেন্দ্র অঞ্চলের ১৪টি যুব সংগঠন, প্রতিনিধি ও সদস্য অংশগ্রহণ করেন।
সভায় তরুণরা করোনাকালীন এই সময়ে কীভাবে মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ সেবা ও দায়িত্ব পালন করতে পারে সেই বিষয়ে আলোচনা করা হয়।


সভায় এলাকার মানুষের স্বাস্থ্যসেবায় তরুণরা করোনাকালীন মানসিক স্বাস্থ্য উন্নয়নে অনলাইন পাঠচক্র আয়োজন করা, মানসিক স্বাস্থ্য উন্নয়নে একটি অনলাইন সেমিনারের আয়োজন করা, নিজেদের প্রতিবেশীদের মধ্যে করোনা সচেতনতা তৈরি করা এবং নিজের ও পরিবারের করোনাকালীন সময়ের অভিজ্ঞতা শেয়ার করা ইত্যাদি কাজ করার সিদ্ধানত নেওয়া হয়।


এছাড়া করোনার এই নির্মম পরিস্থিডুতে নিজেকে ফিট ও মানসিকভাবে চাঙ্গা রাখার জন্য সভায় ফিজিকাল এক্সারসাইজ, বই পড়া, অনলাইনের সঠিক ব্যবহার, শিক্ষণীয় ভিডিও দেখার আহ্বান জানানো হয়।

happy wheels 2

Comments