সাম্প্রতিক পোস্ট

রাজশাহীর গোকুল মথুরা গ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীর গোকুল মথুরা গ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহী থেকে উত্তম কুমার

গোকুল মথুরা গ্রামের ২০১৪ সাল থেকে বর্তমান পর্যন্ত জননেতৃত্বে উন্নয়ন সম্ভাবনা, আগামী পরিকল্পনা বিষয়ক সভা মতবিনিময় হয়। বারসিক’র উদ্যোগে এ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গ্রামটিতে একটি তরুণ সংগঠন আছে। তারা শক্তিশালীভাবে এলাকার এবং নিজেদের উন্নয়নে কাজ করছে। বারসিক’র সহায়তায় জেলা থেকে রেজিষ্ট্রেশন করা হয়েছে। ভাতাসহ তরুণরা সরকারী অফিস থেকে যুব উন্নয়নে নানা ট্টেডে ট্রেনিং নিয়ে উন্নয়ন মুখী কাজ করছে। এই প্রসঙ্গে স্বপ্নচারী উন্নয়ন সংঘের সভাপতি মোঃ রুবেল হোসেন বলেন, ‘খাদ্যদ্রব্য দাম বৃদ্ধি ও জীবনযাত্রার মান অতীব কঠিন হওয়ায় ,তা মোকাবেলার ক্ষেত্রে সামনে পদক্ষেপ ও বাস্তবায়ন করার জন্য পরিকল্পনা করবো। যেমন নিজ নিজ বাড়িতে নিরাপদ সবজি উৎপাদন। মৎস্যজীবী সমিতি আবার তাদের বিলের মৎস্য অভয়ারণ্যের প্রবেশাধিকার ও সুবিধা পেয়েছে।’

কৃষক সংগঠনের সভাপতি শ্রী জিতেন্দ্রনাথ সূত্রধর,জানান, কৃষক আজ একতাবদ্ধ নাই বলেই নানান ধরনের কৃষি কাজে সমস্যা বৃদ্ধি পাচ্ছে। ফসল উৎপাদনে অনেক খরচ কিন্তু সে পরিমাণের ফসলের দাম নেই। যে সংগঠনগুলো একতাবদ্ধ হয়েছে তারা অনেক কিছু অর্জন করতে পেরেছে। তাই গোকুল মথুরা গ্রামের কৃষকদের একতাবদ্ধের মাধ্যমে আসার পরামর্শ দেন।

বারসিক রাজশাহীর সমন্বয়কারী মোঃ শহিদুল ইসলাম বলেন, পাখি গ্রাম করতে সাইনবোর্ড সহায়তা ও আরো ক্যাম্পেইন করা প্রয়োজন, বাকি পরিবারগুলোতে চুলার সম্প্রসারণ বৃদ্ধি করতে হবে, কৃষকদের সেবা পরিসেবা পেতে আরও সংলাপ আয়োজন করা হবে।’

happy wheels 2

Comments