নবীন প্রবীণদের নিয়ে জলবায়ু আড্ডা

উপকূল থেকে রুবিনা রুবি  

শ্যামনগরের পাখিমারা খেয়াঘাটে জলবায়ু কর্মসপ্তাহ উদযাপন উপলক্ষে নবীন ও প্রবীণদের নিয়ে এক জলবায়ু আড্ডা অনুষ্ঠিত হয়।

সম্প্রতি বারসিক’র সহযোগিতায় সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম এবং সিডিও ইয়ূথ টিমের আয়োজনে এই জলবায়ু আড্ডার আয়োজন করা হয়।

জলবায়ু আড্ডাতে দুটি টিমের যুবরা এবং স্থানীয় প্রবীণ ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন উপজেলা জনসমন্বয় কমিটির সভাপতি শেখ সিরাজুল ইসলাম। 

আড্ডায় উপস্থিত সকলে জলবায়ু পরিবর্তন সম্পর্কে তাদের বাস্তব অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এক পর্যায়ে মোঃ লুৎফর রহমান বলেন, ‘বর্ষাকাল এখন বৈশাখ মাসের মত।’ জনসমন্বয় কমিটির সভাপতি শেখ সিরাজুল ইসলাম বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলের মানুষ আজ হুমকির মুখে। প্রতিনিয়ত নানা দূর্যোগের ঘনঘটা হচ্ছে শুধুমাত্র জলবায়ু পরিবর্তনের কারণে।’ 

এছাড়া আড্ডায় বক্তব্য রাখেন বারসিকের সহকারী কর্মসূচি কর্মকর্তা রুবিনা পারভীন এবং যুব টিমের সদস্য রাইসুল ইসলাম। 

happy wheels 2

Comments