কলমাকান্দায় বিশ্ব নদী দিবস পালিত

কলমাকান্দা নেত্রকোনা থেকে গুঞ্জন রেমা
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার উত্তর লেঙ্গুরা গ্রামে গনেশ্বরী নদীর তীরে বারসিক কলমাকান্দা রিসোর্স সেন্টার এর আয়োজনে গতকাল ২৫ সেপ্টেম্বর বিশ্ব নদী দিবস পালন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ‘‘আমাদের সামষ্টিক জীবনে নদীর প্রভাব’’।

উক্ত প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে আমাদের প্রাত্যহিক জীবন ধারণে নদীর প্রভাব ও অবদান বিষয়ে আলোচনা করা হয়। আলোচনায় নদীমাতৃক এ দেশে নদী ভরাট, নদী দখল ও নদী দূষণ বন্ধ করার আহবান করা হয়। বক্তারা বলেন, ‘নদীর কাছে আমরা চিরঋণী। এ ঋণ কোন দিনও শোধ করা সম্ভব না।’


নদীর অবদানের কথা বলতে গিয়ে আইনুদ্দিন বলেন, ‘নদী আমাদের পানি, মাছ, কৃষি ও খনিজ সম্পদ দেয় যা নদী না থাকলে আমরা পেতাম না।’ নারায়ণ হাজং বলেন, ‘নদী থাকায় অনেক লোকের কর্মসংস্থান তৈরি হয়েছে না হলে বেকার থাকতে হতো।’
প্রধান অতিথির বক্তব্যে লেঙ্গুলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপ্লব বলেন, ‘পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকেই নদীর উপর মানুষের গভীর সম্পর্ক আছে যা এখনো বিদ্যমান। নদীর সাথে আমাদের কৃষি জড়িত আমাদের সংস্কৃতি জড়িত তাই আসুন সকলে মিলে নদী দূষণ বন্ধ করি। আমাদের অসচেনতার কারণেই নদী আজ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যদি একটু সচেতন হই তবে আমাদের নদীগুলি আবারো প্রাণবন্ত হবে।’

happy wheels 2

Comments