ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে পরিবেশ বাঁচাই

রাজশাহী থেকে তহুরা খাতুন লিলি
তালাইমারি ফুলতলাতে গতকাল ছোট স্বপ্ন সংগঠনের আয়োজনে ও বারসিক’র সহযোগিতায় অনুষ্ঠিত হলো “ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে পরিবেশ বাঁচাই “আমাদের পরিবেশ বিষয়ক চিত্রাঙ্গন প্রতিযোগিতা ও আলোচনা।


অনুষ্ঠানে ছোট স্বপ্ন সংগঠনের সভাপতি তাহমিদ জাকি, সাধারণ সম্পাদক আবু মুসা ও সংগঠনের সদস্যবৃন্দ এবং বারসিকের কমিউনিটি ফ্যাসিলিটেটর তহুরা খাতুন লিলি উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে প্রথম ৫ জনকে পুরস্কার দেয়া হয়। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশুরা অনেক আনন্দ উপভোগ করে ও পরিবেশ সম্পর্কে সজাগ হয়।
প্রতিযোগিতায় প্রথম বিজয়ী সোনালী বলেন, “এই পুরস্কার পেয়ে আমি অনেক খুশি, এই রকম অনুষ্ঠান হলে আমরা অনেক কিছু জানতে পারি। আজ পরিবেশ নিয়ে অনেক কিছু জানলাম আবার পুরস্কারও পেলাম, এতে আমাদের পড়াশোনার প্রতি উৎসাহ বেড়ে যায়, এখন ছবি আঁকতেও অনেক ভালো লাগবে।’


স্বপ্ন সংগঠনের সাধারণ সম্পাদক আবু মুসা বলেন “আমরা সুবিধাবঞ্চিত শিশুদের ছুটির দিনে পড়াই, নৈতিক শিক্ষা দেওয়ার চেষ্টা করি। শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাদের আনন্দ দিয়ে শিক্ষা দেওয়া এবং পরিবেশ সম্পর্কে সজাগ করলে তারা তা সুন্দরভাবে গ্রহণ করবে। তারই উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান।’

happy wheels 2

Comments