পরিবেশ সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে

রাজশাহীর, পবা থেকে মোঃ সুমন আলী

বারসিক’র উদ্যোগে সম্প্রতি বৃক্ষ ও পরিবেশ সুরক্ষায় বড়গাছী ইউনিয়নের সকল জনসংগঠনের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পবা উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ ওয়াজেদ আলী খান। আরো উপস্থিত ছিলেন বারসিক’র আঞ্চলিক সমন্বয়ক শহিদুল ইসলাম এবং বড়গাছী্‌ ইউনিয়নের কৃষক, পেশাজীবী সংগঠনের সদস্যবৃন্দ।

সভায় বক্তারা বৃক্ষরোপণের উপকারিতা সম্পর্কে আলোচনা করেন এবং পরিবেশ সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। বক্তারা বলেন, গাছ রোপণের মাধ্যমে আমরা পরিবেশকে ভালো রাখতে পারি।’ সভায় বক্তব্য রাখেন পবা উপজেলার সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মোসাঃ মনিরা বেগম, মোঃ আঃ জব্বার খানসহ জনসংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

আলোচনা শেষে সরকার থেকে প্রাপ্ত বিভিন্ন ধরনের ফলজ,বনজ ও ঔষধি বৃক্ষের চারা সবার মাঝে ৩টি করে বিতরণ করা হয়।

উল্লেখ্য যে, বারসিক’র আবেদনের প্রেক্ষিতে পবা উপজেলার ভাইস চেয়ারম্যান ৩০০ টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদান করেন জনসংগঠনগুলোর জন্য।

happy wheels 2

Comments