সাম্প্রতিক পোস্ট

বারসিকের মহতী উদ্যোগ: করোনা মোকাবেলায় বেতনের অংশ তুলে দিলেন জেলা প্রশাসকের হাতে

মানিকগঞ্জ থেকে রাশেদা আক্তার: দেশব্যাপী মহামারী করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের সাথে একযোগে কাজ করার জন্য নিজেদের বেতনের একটা অংশ মানিকগঞ্জ জেলা প্রশাসকের হাতে তুলে দিলেন বারসিক মানিকগঞ্জ পরিবার। দেশব্যাপী করোনার এই সংকটময় মুহূর্তে সরকার অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে। উদ্যোগ নিয়েছে ঘরে ঘরে সহায়তা পৌঁছে দেওয়ার। সরকারের পাশাপশি মানিকগঞ্জের জেলা প্রশাসকও বিভিন্ন ধরণের উদ্যোগ নিয়েছেন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। সরকারের মহতী উদ্যোগের সাথে সংহতি জানিয়ে বারসিক মানিকগঞ্জ পরিবার তাদের বেতনের একটি অংশ দিয়ে তহবিল গঠন করে গত ২০ মে ২০২০ ইং তারিখে জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে ১০,০০০/- টাকা প্রদান করে। এসময় মো: মনিরুজ্জামান, এডিসি জেনারেল (সার্বিক), ফৌজিয়া খান, ডিডিএলজিসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। আরও উপস্থিত ছিলেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, বিশিষ্ট সমাজসেবক এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, বারসিকের প্রোগ্রাম অফিসার রাশেদা আক্তার ,মো: নজরুল ইসলাম প্রমূখ।

করোনা পরিস্থিতির শুরু থেকেই বারসিক মানিকগঞ্জ জেলা তার নিজস্ব সক্ষমতা অনুয়ায়ী প্রান্তিক মানুষের পাশে দাাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে করোনা সচেতনায় বিভিন্ন জনবহুল স্থানে আইইডিসিআর এর তথ্য সম্বলিত ৫০ টি বিলবোর্ড স্থাপন করা হয়েছে । প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিতরণ করা হয়েছে ২০০০ মাস্ক । সাধারণ মানুষকে সঠিক ভাবে হাত ধোয়ার জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছে সামাজিক তথা শারীরিক দূরত্ব বজায় রেখে। প্রচারণা চালানো হচ্ছে মানুষকে ঘরে রাখার জন্য। শিশুরা যাতে ঘরে থাকতে পারে এজন্য তাদের জন্য ঘরে বসে নানান প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্যোগও নেয়া হয়েছে। এছাড়া বারসিক মানিকগঞ্জের কর্মীরা স্বেচ্ছায় তহবিলের অবশিষ্ট টাকা দিয়ে সাংস্কৃতিক কর্মী ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীদের পাশে দাঁড়ানোর পরিকল্পনা করেছে। উল্লেখ্য স্বাস্থ্য সচেতনতায় সরকারী স্বাস্থ্যবিধি মেনে সামাজিক তথা শারীরিক দূরত্ব বজায় রেখে প্রচারণামূলক কার্যক্রম চালিয়ে যাবে বলে বারসিকের পক্ষ থেকে জানানো হয়ে।

happy wheels 2

Comments