সাম্প্রতিক পোস্ট

কারখানার দূষিত বর্জ্যে উর্বরতা হারাচ্ছে কৃষি জমি

পাবনা থেকে শাহীন রহমান

আবাসিক এলাকায় গড়ে উঠা কারখানার বর্জ্য দূষণে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। এছাড়া কারখানার কেমিক্যাল মিশ্রিত বিষাক্ত পানিতে কৃষি আবাদি জমির উর্বরতা নষ্ট হচ্ছে। নানা রঙের কেমিক্যাল মিশ্রিত জলাবদ্ধ পানির পচা গন্ধ ছড়ানোর পাশাপাশি মশা মাছির ভাগারে পরিণত হয়েছে। ফলে বাতাসে বিষের গন্ধ নিয়ে বসবাস করছেন পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কাঁচুরী গ্রামের মানুষ। এই সমস্যার সমাধানে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগীরা।

Pabna Oboidho Karkhana Pic-02

স্থানীয়রা বলেছেন, কারখানার বর্জ্য দূষণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে কাঁচুরী গ্রামের ভুক্তভোগী জনসাধারণ প্রতিকার চেয়ে গত ২১ মার্চ পাবনা জেলা প্রশাসক, নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর ও সুজানগর উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয় ভুক্তভোগী আব্দুল লতিফ খান বলেন, ‘কারখানার বিষাক্ত কেমিক্যালের গন্ধে বাড়িতে বসবাস করা দায় হয়ে পড়েছে। রাস্তাঘাটে চলাচল করাও অসুবিধা, সর্বোপরি মশার উপদ্রব।’

স্থানীয় কৃষক বিল্লাল শেখ বলেন, ‘ কারখানার কেমিক্যালের বিষাক্ত পানি আমার ইরি ধানের ক্ষেতে ঢুকে পড়ে। ধীরে ধীরে আমার ক্ষেতের ঊর্বরতা শক্তি হারিয়ে যায়। বর্তমানে ক্ষেতে আর কোন ফসল জন্মাতে পারি না। একই অবস্থা বিরাজ করছে পাশের একটি পেঁয়াজের ক্ষেতে।’

happy wheels 2

Comments