কৃষিজমি সুরক্ষা বিষয়ক গবেষণা প্রতিবেদন নিয়ে আটপাড়ায় সংলাপ অনুষ্ঠিত

নেত্রকোনা থেকে রনি খান
বেসরকারি গবেষণা উন্নয়ন সংস্থা বারসিক পরিচালিত নীতি গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে কৃষিজমির সংকট, সংকটের কারণ ও সমাধানে করণীয় বিষয়ে পরিচালিত গবেষণা প্রতিবেদনের উপর সম্প্রতি আটপাড়া উপজেলা পরিষদ হলরুমে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।


সংলাপে সভাপতিত্ব করেন আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাকিল আহমদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যনদ্বয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক প্রতিনিধি, এনজিও প্রতিনিধি এবং বারসিক কর্মকর্তা।


নীতি গবেষণা কার্যক্রমের উদ্দেশ্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন বারসিক’র নেত্রকোনা অঞ্চলের সমন্বয়ক মো: অহিদুর রহমান এবং সংলাপে মূল গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন আটপাড়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান। গবেষণায় কৃষি জমির সংকট, সংকটের কারণ এবং সমাধানের উপায় তুলে ধরা হয়। এতে দেখা যায়, অপরিকল্পিত উন্নয়ন, আবাসন, জনসংখ্যা বৃদ্ধি ইত্যাদি নানা কারণে দৈনিক উল্লেখযোগ্য হারে কৃষি জমি কমছে। সংকট সমাধানে সরকারি নানা উদ্যোগের পাশাপাশি গবেষক মোস্তাফিজুর রহমান ‘ইয়র্কশায়ার মডেল’ এর কথা তুলে ধরেন।


প্রধান অতিথি কৃষি জমির সংকটের কথা উল্লেখ করে বলেন, ‘ কৃষিজমি সুরক্ষায় আমাদেরকে সমন্বিত উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে। প্রকল্প গ্রহণের সময় আগামী প্রজন্মের কথা মাথায় রাখতে হবে। যদি আমরা আগামী প্রজন্মের কথা চিন্তা না করি তাহলে অনাগত প্রজন্মের অভিশাপ মাথায় নিয়ে আমাদের মৃত্যুবরণ করতে হবে।’ সভাপতি কৃষি জমির সংকট সমাধানে সবাইকে এগিয়ে আসতে বলেন। তিনি সংবাদকর্মী, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা সবাইকে তাদের ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানান।

happy wheels 2

Comments