কলমাকান্দায় শিমজাত গবেষণা প্লটের মাঠ দিবস অনুষ্ঠিত
কলমাকান্দা থেকে গুঞ্জন রেমা
কলমাকান্দা উপজেলার উত্তর লেংগুরা গ্রামে গবেষণাধর্মী প্রতিষ্ঠান বারসিক এর আয়োজনে শিমজাত গবেষণা প্লটের মাঠ দিবস অনুষ্ঠিত হয়। নারায়ন হাজং এর নেতৃত্বে ৭টি শিমজাত চাষ করা হয়, যার মধ্যে জামাই পুলি, খাইরুল সুন্দরী, আশ্বিনা, মটর শিম, আমপাতা, নলডুগ ও কাতলা অন্তর্ভুক্ত ছিল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব আইনুদ্দিন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান সজল, উপসহকারী কৃষি কর্মকর্তা।
শিমজাত গবেষণার মাঠ দিবসের লক্ষ্য এবং উদ্দেশ্য তুলে ধরেন গুঞ্জন রেমা, উপজেলা সমন্বয়ক, বারসিক কলমাকান্দা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “শিমজাত ফসল চাষাবাদ কৃষকদের জন্য একটি লাভজনক ফসল হতে পারে। উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে এই ফসলের উৎপাদন দ্বিগুণ করা সম্ভব। কৃষকদের সহযোগিতায় সরকার সবসময় পাশে রয়েছে।”

মাঠ দিবসে উপস্থিত কৃষকরা গবেষণা প্লটে শিমজাত ফসলের প্রদর্শনী পরিদর্শন করেন এবং উপসহকারী কৃষি কর্মকর্তার কাছ থেকে সরাসরি পরামর্শ নেন। তারা উন্নত জাতের শিমের সুবিধা, রোগ প্রতিরোধ ক্ষমতা ও ফলনের সম্ভাবনা সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেন।
এ আয়োজনের মাধ্যমে কৃষকদের মধ্যে শিমজাত ফসল চাষে আগ্রহ বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট বক্তাগণ।