সাম্প্রতিক পোস্ট

রাজশাহীতে পরিকল্পনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পরিকল্পনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহী, পবা, থেকে সুলতানা খাতুন

বারসিক’র উদ্যোগে গতকাল, পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়নের দিঘিপাড়া গ্রামে ৮টি গ্রামের ৯টি সংগঠনের দুইজন করে সদস্যদের নিয়ে বিগত বছরের কাজের অগ্রগতি পর্যালোচনা ও চলতি বছরের পরিকল্পনা গ্রহণ করা হয়। উক্ত সভায় বারসিক বরেন্দ্র অঞ্চলের সমন্বয়কারী মোঃ শহিদুল ইসলাম, সহকারী প্রোগ্রাম অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, কমিউনিটি ফ্যাসিলিটেটর মোসা. সুলতানা খাতুন উপস্থিত ছিলেন।

বারসিক কর্মকর্তা সুলতানা খাতুন শুভেচ্ছা বক্তব্য ও পরিচয়ের মাধ্যমে সভার সূচনা করেন। পরিচয় পর্ব শেষে, সভায় প্রত্যেকটি সংগঠনের সদস্যরা তাদের সংগঠনের বার্ষিক কার্যক্রম উপস্থাপন করেন।

অনুষ্ঠানে তেতুঁলিয়া ডাংগা সার্বিক গ্রাম উন্নয়ন সংগঠনের সদস্য পান্না বেগম (৪৪) বলেন, “বিগত বছরে আমরা মডেল শত বাড়ি সমৃদ্ধকরণ, বীজ সংরক্ষণ, বীজ বিনিময়, লাউ গবেষণা, রবিশস্য গবেষণা প্লট, আমন ধানের গবেষণা প্লট, পরিবেশবান্ধব চুলা সম্প্রসারণসহ বিভিন্ন কার্যক্রম করেছি।”

দিঘিপাড়া নারী উন্নয়ন সংগঠনের সভা প্রধান ও ইউপি সদস্য সুকিলা বেগম (৪০) বলেন, “এই সভায় এসে আমাদের কাজের অভিজ্ঞতা বিনিময় হয়েছে, ফলে আমরা পরবর্তীতে আমাদের কাজের পরিকল্পনায় কিছু নতুন বিষয় অন্তর্ভুক্ত করব।”

বাৎসরিক অগ্রগতি পর্যালোচনা শেষে সবাই মিলে চলতি বছরের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়। পরিকল্পনাগুলি হলো:

  • প্রত্যেকটি গ্রামে দুটি করে মডেল শত বাড়ি তৈরি করা
  • জৈব বালাইনাশক ব্যবহার বৃদ্ধি করা
  • ভার্মি কম্পোস্ট সম্প্রসারণ করা
  • নতুন সংগঠন তৈরি করা ও নিয়মিত সভা আয়োজন করা
  • পরিবেশ সুরক্ষায় সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করা
  • বৈচিত্র্যময় কলা জাত সম্প্রসারণ
  • জৈব সারের ব্যবহার বৃদ্ধি
  • সজিনা গ্রাম ঘোষণা ও গড়ালু সম্প্রসারণ

এছাড়া, অন্যান্য চলমান কার্যক্রমও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আঞ্চলিক সমন্বয়কারী মোঃ শহিদুল ইসলাম কৃষি প্রতিবেশবিদ্যা, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্বের উপর আলোচনা করেন এবং জানান, মানুষের জীবন-জীবিকা এবং এই সব বিষয়গুলি একে অপরের সাথে কিভাবে জড়িত। তিনি নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য জৈব বালাই ও জৈব সার ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

শেষে, সংগঠনের সকল সদস্যরা একযোগে বলেন, “আমরা নিজেরা চেষ্টা করব এবং বারসিক আমাদের বিভিন্ন কাজে পরামর্শ, সচেতনতা ও সহযোগিতা প্রদান করবে। তাহলে আমরা আমাদের গ্রামগুলোকে আরো সমৃদ্ধ করতে পারব।

উল্লেখ্য, রাজশাহী বরেন্দ্র অঞ্চলের পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়নে ২০১৬ সালে বারসিক তাদের কার্যক্রম শুরু করে। সেই সময় থেকে বারসিক এলাকার জনগণের সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের পরামর্শমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ধারাবাহিকভাবে, বিভিন্ন গ্রামের জনগণের চাহিদা অনুযায়ী সংগঠন গড়ে উঠেছে, এবং এসব সংগঠনের মাধ্যমে জনগণ বিভিন্ন সচেতনামূলক উঠান বৈঠক, প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করে নতুন নতুন জিনিস শিখছে। এভাবে তারা একে অপরকে সহায়তা করে ঐক্যবদ্ধ হচ্ছে, যা এলাকার মধ্যে ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছে। ফলস্বরূপ, জনগণের মধ্যে উন্নতির প্রবণতা বৃদ্ধি পেয়েছে এবং তারা বিভিন্ন কাজের মধ্যে সফলতা অর্জন করছে।

happy wheels 2

Comments